লম্বা সময়ের জন্য ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে হারাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারানোর ম্যাচে চোটে পড়েন এই মিডফিল্ডার। চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে তাকে।
এ ব্যাপারে বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, রাফিনিয়ার বাঁ হাঁটুর একটি লিগামেন্ট ছিড়ে গেছে। অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের ৪৫তম মিনিটে সার্জি রবার্তো চোট নিয়ে মাঠ ছাড়লে বিকল্প হিসেবে মাঠে নামেন রাফিনহা। অন্যদিকে, হ্যামস্ট্রিয়ের চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা লাগতে পারে রবার্তোকেও। একই ম্যাচে দুই তারকা ফুটবলারকে হারিয়ে বেশ বেকায়দায় রয়েছে কাতালান ক্লাবটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ