ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলের স্পিন বিভাগ একাই সামাল দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
এদিকে, উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল এক উইকেটের দেখা পেলেও দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ শিবিরে একাই আঘাত হানেন তাইজুল। নিয়েছেন ৬ উইকেট। যার ফলে চট্টগ্রাম টেস্টের সেরা বোলারের পুরস্কারও উঠে তার হাতে।
কিন্তু সাকিবকেই সেরা মানছেন তাইজুল। সাকিবের সঙ্গে নিজের তুলনাকে বেয়াদবিরই সামিল মনে করছেন তাইজুল। এ প্রসঙ্গে তাইজুল বলেন, আসলে আমাদের এশিয়ায় বলেন বা বাহিরে বলেন, সাকিব ভাই এর সাথে কারো তুলনা করা যায় না।
তিনি আরো বলেন, সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয় একদিন সাকিব ভাই এর মতো হয়তো হতে পারবো না, অ্যাট লিস্ট কাছাকাছি যেতে পারবো। এমন মনে হয়, কিন্তু সাকিব ভাই সাকিব ভাই-ই।
উল্লেখ্য, ৫৪ ম্যাচের ৯১ ইনিংসে ২০১টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে দেশের মধ্যে সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৮/আরাফাত