লম্বা সময়ের জন্য ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে হারিয়েছে বার্সেলোনা। রবিবার লিগামেন্ট ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন তিনি । এরপর সোমবার আরও তিনটি ইনজুরি সংবাদ নিদারুণ চিন্তায় ফেলে দিয়েছে ক্যাম্প ন্যু শিবিরকে। এর মধ্যে লুইস সুয়ারেজ প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ ডান হাঁটুর ইনজুরিতে পড়েছেন। খুব দ্রুতই হাঁটুতে অস্ত্রোপাচারের টেবিলে যেতে হবে তাকে। অন্যদিকে ডাচ তারকা সিলেসেন সদ্য সমাপ্ত অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ডান পায়ের পেশীতে টান লাগায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ