সকল গুঞ্জনের ইতি টানলেন ইডেন হ্যাজার্ড। চেলসি ছাড়ার পাশাপাশি তার রিয়ালে যোগ দেওয়া নিয়েও কম জল্পনা-কল্পনা হয়নি। তবে এই তারকা ফুটবলার জানিয়েছেন, জানুয়ারিতে চেলসি ছেড়ে কোথাও যাচ্ছেন না। কারণ, এখনও চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ এক বছর রয়েছে। আগামী গ্রীষ্মে তিনি চেলসি ছাড়লেও ছাড়তে পারেন। আবার চেলসিতেই কাটিয়ে দিতে পারেন ক্যারিয়ার।
২৭ বছর বয়সী হ্যাজার্ড এ বিষয়ে বলেন, ‘জানুয়ারির পরও চেলসির সঙ্গে আমার চুক্তির মেয়াদ এক বছর থাকবে। তবে আমি যদি চুক্তি নবায়ন না করি, তাহলে দল বদলের সম্ভাবনাও থাকবে। আগামী গ্রীষ্ম সম্ভাব্য সময়। তবে আমি আমার গোটা ক্যারিয়ারও চেলসিতে কাটিয়ে দিতে পারি। জানুয়ারিতে আমার চেলসি ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আমি ক্লাবের ভক্ত-সমর্থকদের সঙ্গে এমন কিছু করতে পারব না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ