কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়েছেন সান্তিয়াগো সোলারি। কিন্তু স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই বড় হারের তেতো স্বাদ পেয়েছেন তিনি। লা লিগায় গত শনিবার এইবারের মাঠে ৩-০ গোলে হারের লজ্জায় ডোবে রিয়াল মাদ্রিদ। তবে অতীত ভুলে সামনে তাকিয়ে রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কোচ।
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রোমার মাঠে এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠবে শেষ তিন আসরের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও এইবারের বিপক্ষে হার নিয়ে কথা বলতে হয়েছে সোলারিকে, ‘অবশ্যই বড় ধাক্কা ছিল (এইবারের বিপক্ষে হার)। তবে ওটা শেষ হয়ে গেছে। আমরা ওটা নিয়ে বিশ্লেষণ করেছি, আমরা উন্নতি করার চেষ্টা করব।’
ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কাছে রিয়াল মাদ্রিদে প্রতিটা দিনই বড় পরীক্ষা, ‘সব ম্যাচই পরীক্ষা। প্রতিটা দিনই বড় পরীক্ষা। আমি ১৬ বছর ধরে এখানে আছি এবং আমাকে বিভিন্ন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ