চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোনালদোহীন রিয়াল মাদ্রিদ ‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে।
লসব্লাঙ্কোসদের চ্যাম্পিয়ন বানাতে গোল করেছেন গ্যারেথ বেল।রোমার বিপক্ষে মাদ্রিদ শহরের দলটি পেয়েছে ২-০ গোলের জয়। অন্য গোলটি করেছেন ভাসকুয়েজ।
আগের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে রুশ ক্লাব সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায় রোমা ও রিয়ালের।তবে গ্রুপ সেরার লড়াইটা বাকি ছিল।
রোমার মাঠে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার ফেডরিকো ফ্যাজিওর ভুল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন বেল। লিগের শেষ পাঁচ ম্যাচে সাতটি গোলে অবদান রাখলেন বেল। পাঁচটি করেছেন, দুটি করিয়েছেন।
৫৯ মিনিটে দলের জয় প্রায় নিশ্চিত করেন স্পেন উইঙ্গার লুকাস ভাসকুয়েজ। লুকা মদ্রিচের ক্রস ধরে বেনজেমার দারুণ এক পাস পেয়ে গোলের খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১০ ম্যাচে ভাসকুজের এটি প্রথম গোল।
পাঁচ ম্যাচে চার জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ১২। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।
২০০৩-০৪ মৌসুম থেকে রিয়ালই একমাত্র দল যারা প্রত্যেক মৌসুমে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।
অন্য ম্যাচে ‘এফ’ গ্রুপে লিওঁর মাঠে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় উঠেছে ম্যানচেস্টার সিটিও। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরাসি ক্লাব লিওঁ।
‘এইচ’ গ্রুপে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা জুভেন্টাসের পয়েন্ট ১২। ইয়াং বয়েজকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
বিডি প্রতিদিন/কালাম