বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অভিষেকের পর থেকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা মূল দলের হয়ে প্রায় ১৫টি বছর কাটিয়ে দিয়েছেন তিনি। ক্লাবটি জার্সিতে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই তারকা।
ব্যক্তিগত অর্জনেও গোলের সব রেকর্ড ভেঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভবিষ্যত পরিকল্পনা জানতে চাওয়া হলে, মেসি জানান ক্যারিয়ারে আরও বহুদূর যেতে চান তিনি।
সম্প্রতি মিররকে দেওয়া এক সাক্ষাতকারে ভবিষ্যত নিয়ে মেসি বলেন, ‘আমি দিন দিন আরও উন্নতি করতে চাই। আরও বেশি গোল করে বেশি শিরোপা জিততে চাই। খেলার নিয়ন্ত্রণ নিয়ে একজন সত্যিকারের পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই। আরও বেশি বলের দখল নিয়ে গোল করতে চাই। আমি সবকিছুতে জিততে চাই। হারা পছন্দ নয় আমার।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ