দুর্দান্ত ফর্মে আছেন টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক। আর পরপর দুই টেস্টে সেঞ্চুরির পুরস্কারটাও পেলেন তিনি। বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের সাড়িতে মুমিনুল ১১ ধাপ উন্নতি করে ২৪ নম্বরে উঠে এসেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। ওই ম্যাচ জিতেই সিরিজ পরাজয় এড়িয়েছে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন লিটল মাস্টার মুমিনুল। প্রথম ইনিংসে খেলেছেন ১২০ রানের দুর্দান্ত একটি ইনিংস। ওই ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আর এর পুরস্কার হিসেবেই র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি করলেন মুমিনুল হক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ