বর্তমানে সময়ের সেরা ব্যাটসম্যান কে? অবধারিতভাবে প্রথমেই চলে আসবে বিরাট কোহলির নাম। সেটা ক্রিকেটের যে ফরম্যাটের হোক না কেন। কিন্তু নিরবে নিভৃতে সেই ভারতীয় ব্যাটিং সেনসেশনকে স্পর্শ করে ফেলেছেন টাইগার টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত মুমিনুল হক। চলতি বছর যে কেবল এই দুই ব্যাটসম্যানেরই টেস্টে চারটি করে সেঞ্চুরি রয়েছে। ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে একটি সেঞ্চুরি পেয়ে গেলেই কোহলিকে ছাড়িয়ে যাবেন মুমিনুল।
অবশ্য ইনিংসের হিসেবে চট্টগ্রামেই কোহলিকে টপকে গেছেন মুমিনুল। কোহলি যেখানে তাঁর চার সেঞ্চুরি তুলতে খেলেছেন ১৮ ইনিংস, সেখানে মুমিনুল খেলেছেন ১৩ ইনিংস। অন্যদিকে, কোহলির স্ট্রাইক রেট ৫৮.৭৯ সেখানে মুমিনুলের স্ট্রাইক রেট ৬৬.৫৫। ফলে ঢাকা টেস্টে একটি সেঞ্চুরি পেলে কোহলিকে সবদিক থেকে পেছনে ফেলবেন মুমিনুল।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৮/মাহবুব