ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই মুহূর্তে সর্বোচ্চ বেতনধারী ফুটবলার অ্যালেক্সিস সানচেজকে যেন পাত্তাই দিচ্ছেন কোচ হোসে মরিনহো। উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবশেষ ইয়াং বয়েজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও দর্শক হয়ে থাকতে হয়েছে তিন লাখ পাউন্ড বেতনধারী এই তারকাকে। ক্লাবের অনুশীলনে থাকলেও তাকে দলে নেননি মরিনহো। তাই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে সানচেজ এক প্রকার দৃঢ়প্রতিজ্ঞ বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত জানুয়ারিতে আর্সেনাল থেকে হেনরিখ মিতারিয়ানের সঙ্গে বড় বিনিময় চুক্তি হিসেবে ম্যানইউতে এসেছিলেন সানচেজ। কিন্তু ফর্মহীনতার জন্য মরিনহোর একাদশে সম্প্রতি নিয়মিত হতে পারছেন না তিনি। তাই নতুন ক্লাবের সন্ধানে রয়েছেন তিনি। ম্যানইউ ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিতে নাকি যোগাযোগ করছেন সানচেজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ