ইংলিশ প্রিমিয়ার লিগে এবার অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছে আর্সেনাল। এদিন অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হেরে টেবিলের দশে অবস্থান করছে আর্সেনাল।
শনিবার প্রতিপক্ষের মাঠে খেলার দুই মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিনসের গোলে লিড পায় অ্যাস্টন। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় স্বাগতিদের।
গত নভেম্বরে অ্যাস্ট ভিলার কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরেছিল জায়ান্ট এই দলটি। গত চার দিন আগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।
এ জয়ে লিগে ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এলো অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন