নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেন শেষ ম্যাচে ২৭ রানে পরাজয় লাভ করেছে বাংলাদেশ দল। জিততে পারলে ভালো লাগতো। তবে আমার মনে হয় নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা রান তাড়ায় শুরুটা ভালো করতে পারিনি বলে জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ ম্যাচে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জয় পাওয়ায় খুশি বাংলাদেশ দলের অধিনায়ক।
রিয়াদ বলেন, সিরিজ জিততে পেরে খুবই ভালো লাগছে। তবে শেষটা জয় দিয়ে শেষ করতে পারলে আরো ভালো লাগতো। পুরো সিরিজেই আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে।
তিনি আরও বলেন, সবশেষ তিনটি সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলে জিতেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণ। আশা করি এই ভালো দিকগুলো বিশ্বকাপে কাজে দেবে। বিশ্বকাপেও আমরা দলগতভাবে সেরাটা দিয়ে জয়ে শুরু করতে চাই।
বিডি প্রতিদিন/আরাফাত