সব টেনিসপ্রেমীর নজর এখন ইউএস ওপেন ঘিরে। একটি মাত্র গ্লান্ড স্লাম জিতলেই সর্বোচ্চ ২১টি গ্রান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন নোভাক জোকোভিচ। এছাড়া এক বছরে চারটি মেজর জেতার রেকর্ডও গড়বেন। এরইমধ্যে তিন নম্বর বাছাই জার্মান খেলোয়াড় আলেক্সান্ডার জেরেভকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান এই টেনিস তারকা। ইউএস ওপেনের ফাইনালে উঠার লড়াইয়ে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ সেটে জিতেছেন জোকোভিচই।
ফাইনালে নাম্বার ওয়ান তারকা জোকোভিচের প্রতিপক্ষ রুশ তারকা দানিল মেদভেদেভ। ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় বাছাই মেদভেদেভ ৬-৪, ৭-৫, ৬-২ সেটে হারিয়ে দিয়েছেন ১৫ নম্বর বাছাই কানাডার ফেলিক্স অগার-এলিয়াসিমেকে।
জোকোভিচ ফাইনাল জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘ইতিহাস গড়ার পথে আর একটা ম্যাচই বাকি। আমি শরীর, মন, আত্মা সব উজাড় করে দেবো। সব মনোযোগ এখন এ ম্যাচ ঘিরেই। আমার ক্যারিয়ারের শেষ ম্যাচের মতো করেই ফাইনাল খেলবো আমি।’
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা