দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিয়ে মানেই ধুমধাম, আনন্দ। জনপ্রিয় তো বটেই। তবে ভারতে রয়েছে এর ভিন্ন আঙ্গিক ও গুরুত্ব। সেখানে এটি শুধু অনুষ্ঠানই নয়, বরং এর চেয়েও বেশি কিছু। বিয়ে উপলক্ষে এখানকার পরিবারগুলোতে অন্য রকম একটা আমেজ তৈরি হয়। এই একটা দিনের জন্য সারা জীবন অপেক্ষা করে থাকে দুটো পরিবার। কিন্তু যদি কোনো কারণে মতের বা মর্যাদার অমিল হয় তখন দেখা দেয় ঘোরতর বিপত্তি। শেষ পর্যন্ত গিয়ে ঠেকে বিচ্ছেদে। আর এই পরিণতি ঠেকাতেই উন্মেষ ঘটেছে 'বিয়ে গোয়েন্দার'। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভালোভাবে খোঁজখবর নেওয়ার বিষয়টি প্রচলিত রয়েছে। আর বর্তমানে পাত্র-পাত্রীদের সম্পর্কে খোঁজখবর নিতে আত্দীয়স্বজন বা ঘটকই নয়, গোয়েন্দাদের শরণাপন্ন হচ্ছেন ভারতীয়রা। এ প্রবণতা দেশটিতে ক্রমশ বেড়েই চলছে। এমনকি আইনজীবীরাও বিয়ে সম্পর্কিত কোনো মামলার ক্ষেত্রে এসব গোয়েন্দাদের শরণাপন্ন হন। বিয়ে-বিচ্ছেদ, দ্বন্দ্ব্ব-কলহ, পারস্পরিক অবিশ্বাসসহ নানা সাংসারিক জটিলতার কারণে দেশটিতে বিয়ের আগেই পাত্র-পাত্রীদের সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজনীয়তা ও প্রবণতা দুটোই বাড়ছে। এ প্রয়োজন মেটাতে সেখানে এ সংক্রান্ত বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। শুধু বিয়ের আগেই নয়, বিয়ের পরও গোয়েন্দা দরকার হচ্ছে অনেকের। বিবিসি।