সংস্কৃতি মানুষের মন ও আত্মার বিকাশ ঘটিয়ে আনন্দ ও অনুভূতির জগৎকে প্রসারিত করে। প্রতিটি দেশের মতো বাংলাদেশেরও রয়েছে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি। এই সংস্কৃতির স্বতন্ত্রতা বজায় রেখে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা আয়োজন করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার বন্ধুরা উৎসবের সাজে নিজেদের রাঙিয়ে তোলে। পরস্পরের সাথে কুশল বিনিময়ের পর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে নাচ, গান, আবৃত্তি এবং কৌতুক পরিবেশনায়। এই আয়োজনে ভুল-শুদ্ধের কোনো হিসাব-নিকাশ ছিল না, বরং ছিল নির্মল আনন্দ, সহযোগিতা, ভ্রাতৃত্ব আর হৃদয়ের বন্ধন।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, “দীর্ঘ ক্লাস-পরীক্ষার মাঝে আমাদের সাংস্কৃতিক এই আয়োজন মনকে প্রফুল্ল ও আনন্দমণ্ডিত করে তুলেছে এবং পড়াশোনায় মনোনিবেশ করার শক্তি যুগিয়েছে।”
সাংস্কৃতিক আয়োজনটিকে পূর্ণতা দিতে কাজ করেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, অর্থ সম্পাদক সাহেদা খাতুন, স্বাস্থ বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম রীতু, সমাজকল্যাণ সম্পাদক ইফতার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল তাসলিম।
আরও উপস্থিত ছিলেন সদস্য সানজিদা ইসলাম নীলা, জান্নাতুল ফেরদৌস, আঁখি মনি, তাসনোভা তুসি, মিথিলা আক্তার, জুলিয়া আক্তার ঝর্ণা, নিঝুম নিশি, নাবিহা নাহসিন, জান্নাতুল মেঘলা, সানজিদা ইসলাম ও হুমায়রা জান্নাত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ