বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে জাতিসংঘের নির্ধারিত এমডিজি'র লক্ষ্যমাত্রা অর্জন করেছে। একইসঙ্গে দেশের ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি সরবরাহের আওতায় এসেছে। এছাড়া আর্সেনিক ২৩ ভাগ থেকে হ্রাস পেয়ে প্রায় ১২ ভাগে এসে দাঁড়িয়েছে।
শুক্রবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করার লক্ষ্যে ক্রমাগত ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে ১৩৭টি পৌরসভায় পাইপ লাইন বাহিত পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে ব্যয় ২০০৮-০৯ অর্থবছরে ১৬২৪ কোটি টাকা থেকে চলতি অর্থবছরে ৪১১৩ কোটিতে উন্নীত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. মাহবুবুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকেৌশলী দেলোয়ার হোসেন, শহীদ ইকবাল এবং প্রকল্প পরিচালক এ কে এম ইব্রাহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব