শিরোনাম
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
দুই শিফটে করোনা পরীক্ষায় প্রয়োজন আরও জনবল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
নমুনা জট কমাতে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে দুই সিফটে পরীক্ষা শুরু করা হয়েছে। তবে ল্যাবটিতে আরও অন্তত ৪ জন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া না গেলে দুই শিফটে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের ল্যাবগুলোতে কাজের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টরা মূখ্য ভূমিকা পালন করে থাকেন।
গত ১ এপ্রিল রাজশাহীর প্রথম ল্যাব চালুর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ল্যাবটিতে নমুনা জট বৃদ্ধি পেতে থাকে। ল্যাবটিতে ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন। যা প্রয়োজনের তুলনায় কম। তবে রোগীদের নমুনার চাপ কমাতে স্বল্প জনবল দিয়েই ল্যাব কর্তৃপক্ষ গত ৩ মে থেকে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু করে। দুই শিফটে কাজ শুরুর পর প্রতিবন্ধকতা সামনে আসতে শুরু করে ল্যব সংশ্লিষ্টদের। জনবলের প্রয়োজনীয়তা অনুভব করেন তারা। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট চেয়ে আবেদন করা হয়।
সক্ষমতা অনুযায়ী ল্যাবটিতে একত্রে ৯৪ জনের নমুনা পরীক্ষ সম্ভব। যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দীর্ঘ ৫ থেকে ৬ ঘন্টা সময় প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতাকর্মী। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় ল্যাবে এই কাজে সংশ্লিষ্টদের অন্য কোন কাজে নিয়োজিত রাখা হয় না। এমনকি সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নির্দিষ্ট সময়ের জন্য ল্যাব থেকে দূরে থাকাটাও জরুরি।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবটি চালুর পর এপ্রিল মাস জুড়ে রাজশাহীর ৮টি জেলা থেকে ২ হাজার ৮০০ জনের নমুনা এসেছে। এসময়ের মধ্যে প্রায় সাড়ে ৫০০ জনের নমুনা ঢাকার ল্যাবে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। আর রাজশাহীর ল্যবটিতে পরীক্ষা করা সম্ভব হয়েছে ১ হাজার ৯০০ জনের নমুনা। ঢাকায় নমুনা পাঠানোর কারণ হিসেবে জানানো হয়েছে, নমুনা জটের কারণে চাইলেও রাজশাহীর ল্যাবে সবগুলো নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। তাই কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা ঢাকায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। যাতে নমুনাগুলো নষ্ট না হয়। এদিকে রাজশাহীর ল্যাবে প্রতিদিন আরও ২০০ থেকে ২৫০ জনের নতুন নমুনা আসছে পরীক্ষার জন্য।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান বলেন, ‘স্বল্প জনবল দিয়েই আমরা ল্যবটি চালু রেখেছি। প্রতিদিনই নমুনার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নমুনা জট কমাতে ল্যাবটি এখন দুই সিফটে চালু করা প্রয়োজন, যা ৩ মে থেকে শুরু করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যাক জনবল চেয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। তবে জনবল কম থাকলেও আমরা বসে নেই। ল্যাব সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রমে নিয়মিত পরীক্ষা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর