শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
দুই শিফটে করোনা পরীক্ষায় প্রয়োজন আরও জনবল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

নমুনা জট কমাতে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে দুই সিফটে পরীক্ষা শুরু করা হয়েছে। তবে ল্যাবটিতে আরও অন্তত ৪ জন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া না গেলে দুই শিফটে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের ল্যাবগুলোতে কাজের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টরা মূখ্য ভূমিকা পালন করে থাকেন।
গত ১ এপ্রিল রাজশাহীর প্রথম ল্যাব চালুর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ল্যাবটিতে নমুনা জট বৃদ্ধি পেতে থাকে। ল্যাবটিতে ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন। যা প্রয়োজনের তুলনায় কম। তবে রোগীদের নমুনার চাপ কমাতে স্বল্প জনবল দিয়েই ল্যাব কর্তৃপক্ষ গত ৩ মে থেকে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু করে। দুই শিফটে কাজ শুরুর পর প্রতিবন্ধকতা সামনে আসতে শুরু করে ল্যব সংশ্লিষ্টদের। জনবলের প্রয়োজনীয়তা অনুভব করেন তারা। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট চেয়ে আবেদন করা হয়।
সক্ষমতা অনুযায়ী ল্যাবটিতে একত্রে ৯৪ জনের নমুনা পরীক্ষ সম্ভব। যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দীর্ঘ ৫ থেকে ৬ ঘন্টা সময় প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতাকর্মী। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় ল্যাবে এই কাজে সংশ্লিষ্টদের অন্য কোন কাজে নিয়োজিত রাখা হয় না। এমনকি সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নির্দিষ্ট সময়ের জন্য ল্যাব থেকে দূরে থাকাটাও জরুরি।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবটি চালুর পর এপ্রিল মাস জুড়ে রাজশাহীর ৮টি জেলা থেকে ২ হাজার ৮০০ জনের নমুনা এসেছে। এসময়ের মধ্যে প্রায় সাড়ে ৫০০ জনের নমুনা ঢাকার ল্যাবে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। আর রাজশাহীর ল্যবটিতে পরীক্ষা করা সম্ভব হয়েছে ১ হাজার ৯০০ জনের নমুনা। ঢাকায় নমুনা পাঠানোর কারণ হিসেবে জানানো হয়েছে, নমুনা জটের কারণে চাইলেও রাজশাহীর ল্যাবে সবগুলো নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। তাই কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা ঢাকায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। যাতে নমুনাগুলো নষ্ট না হয়। এদিকে রাজশাহীর ল্যাবে প্রতিদিন আরও ২০০ থেকে ২৫০ জনের নতুন নমুনা আসছে পরীক্ষার জন্য।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান বলেন, ‘স্বল্প জনবল দিয়েই আমরা ল্যবটি চালু রেখেছি। প্রতিদিনই নমুনার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নমুনা জট কমাতে ল্যাবটি এখন দুই সিফটে চালু করা প্রয়োজন, যা ৩ মে থেকে শুরু করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যাক জনবল চেয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। তবে জনবল কম থাকলেও আমরা বসে নেই। ল্যাব সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রমে নিয়মিত পরীক্ষা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর