২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৯

মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক ৫

অনলাইন ডেস্ক

মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক ৫

প্রতীকী ছবি

সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন মূলহোতা শহীদুল ইসলাম (৪৫) ও শাহিন (৩৭), সহযোগী তৈয়বা (৫৫), কাইয়ুম শাওন (৩৪) ও লিটন মিয়া (৩০)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, আটকরা জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স না থাকা স্বত্ত্বেও সৌদি আরবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কর্নেল আরিফ মহিউদ্দিন আরও বলেন, এই মানবপাচার চক্রের সদস্যরা ভুক্তভোগীদের ফাঁদে ফেলে একপর্যায়ে তাদের সৌদি পাঠিয়ে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে মুক্তিপণের জন্য অর্থ দাবি করতো।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর