জলবায়ু সংকট মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচারের দাবি এবং বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় নিজেদের দাবি আদায়ের অঙ্গীকার করেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ-২০২৩’ সম্মেলনে অংশ নিয়ে এ অঙ্গীকার করেন তারা। একশনএইড বাংলাদেশ এবং ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজক।
যুব নেতৃত্বাধীন উদ্যোগ এবং সবুজ ইশতেহারের তাৎপর্যের উপর জোর দিয়ে জলবায়ু ন্যায়বিচারের জন্য নবায়ণযোগ্য শক্তি, লস অ্যান্ড ডেমেজ এবং লিঙ্গভিত্তিক অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর আলোচনা হয় এই সম্মেলনে। এতে ১০০ জন তরুণ প্রজন্মের প্রতিনিধি যুক্ত হয়ে নিরাপদ পানীয় জল, জলাভূমি সংকট, খরা এবং বন্যা প্রভাবিত এলাকার দুর্ভোগসহ জলবায়ু সংকট দূর করতে নানান দাবি তুলে ধরেন। এ ছাড়াও তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কার্বন ক্রেডিট, দূষণকে টেকসই সমাধানে রূপান্তর এবং কৃষি ও খাদ্য নিরাপত্তায় উদ্ভাবনের সুযোগসহ বিকল্প অনুশীলনের বিষয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, তরুণ প্রজন্মের প্রতিনিধি মো. আল আমীন। সম্মেলনের দ্বিতীয় দিন অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগ-প্রবণ অঞ্চলগুলোর উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগ-প্রবণ অঞ্চলের তরুণ অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার অর্জনের জন্য টেকসই সমাধানের প্রস্তাব তুলে ধরেন।সমাপনী দিনে অনলাইনে যুক্ত ছিলেন ড. ম্যাটিয়া ভেনচুরা, হেড অফ মিশন, ইতালীয় দূতাবাস; গোয়েন লুইস, বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী; ড. সালেমুল হক, পরিচালক, আইসিসিএডি এবং ফারাহ্ কবির, কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ।
বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৩ আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারকে প্রভাবিত করার লক্ষ্যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দাবির রূপরেখা, অভিযোজন কৌশল প্রণয়ন এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে তৈরি সবুজ ইশতেহারের পক্ষে সমর্থন প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/এমআই