১১ নভেম্বর, ২০২৩ ১৫:২৩

বরিশালে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা।

এর আগে, দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুসকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন।

পরে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ শাহীনসহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর