সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় আসিয়ান

শীর্ষ সম্মেলন শেষে বিবৃতি

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা সংকটের মূল কারণগুলোর টেকসই ও সমন্বিত সমাধান চায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। গতকাল ব্যাংককে ৩৪তম আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে এ প্রত্যাশা স্থান পেয়েছে। জোটের নেতাদের পক্ষে ওই বিবৃতি দিয়েছেন আসিয়ান চেয়ারম্যান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসিয়ান সদস্য দেশগুলো পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি অনুসরণ করলেও এবার সম্মেলনের পর বিবৃতিতে রোহিঙ্গা ইস্যু এবং এ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে বিষয়টি যে শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় তার স্বীকৃতি মেলেছে। বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের ভূমিকা প্রত্যাশা করে আসছে। দুই বছর ধরে মালয়েশিয়াসহ কয়েকটি দেশ এ নিয়ে কাজ করছে। আসিয়ান শীর্ষ নেতারা গতকাল রিট্রিট সেশনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো উভয়েই রাখাইনে ফেরার পর রোহিঙ্গাদের নিরাপত্তা দাবি করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যাবাসন পরিকল্পনা বাস্তবায়নে নিরাপত্তাই মুখ্য ইস্যু হয়ে উঠেছে। নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কখনো প্রত্যাবাসন হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর