মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সাগরের ইলিশে সরগরম বরিশালের মোকাম

দু-এক দিনের মধ্যে স্থানীয় নদীতে ধরা পড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সাগরের ইলিশে সরগরম বরিশালের মোকাম

বরিশালের পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকামে প্রতিদিন আসছে ৪৫০ থেকে এক হাজার মণ সাগরের ইলিশ -বাংলাদেশ প্রতিদিন

ঈদের পর ফের সরগরম বরিশালের ইলিশ মোকাম। কয়েক দিন ধরে বরিশালের পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকামে প্রতিদিন গড়ে ৪৫০ থেকে এক হাজার মণ ইলিশ আসছে। তবে বেশির ভাগই সাগরের ইলিশ। অভ্যন্তরীণ নদ-নদীতে তেমন ইলিশ ধরা পড়েনি। ফলে বাজারে মিঠা পানির ইলিশ পাওয়া যাচ্ছে কম। এদিকে আমদানি বাড়ায় পাইকারি বাজারে কিছুটা দাম কমেছে। তবে খুচরা বাজারে কমেনি ইলিশের দাম। গতকাল নগরীর বিভিন্ন খুচরা বাজারে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আর কেজি সাইজের ইলিশ প্রতিকেজি বিক্রি হয়েছে হাজার টাকার ওপরে। ইলিশের আমদানি বাড়লেও দাম না কমার কারণ হিসেবে পোর্ট রোডের ইলিশ আড়তদার জহির সিকদার বলেন, সাগর থেকে যে ইলিশ আসছে তার দুই-তৃতীয়াংশ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। তা ছাড়া যথাযথভাবে ইলিশের বাজার মনিটরিং ব্যবস্থা নেই। ফলে খুচরা বাজারে ইলিশের দাম কমছে না। উপকূলীয় (অভ্যন্তরীণ) নদ-নদীতে ব্যাপকভাবে ইলিশ ধরা পড়লে তখন খুচরা বাজারে দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন। গতকাল সকাল ৯টায় নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে গিয়ে দেখা গেছে, সাগর থেকে আসা ট্রলার থেকে ঝুড়ি বোঝাই করে শ্রমিকরা ইলিশ মাছ তুলছেন মোকামে। পাইকারি বিক্রেতারা প্যাকেটজাত শেষে ট্রাক ভর্তি করে পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ইলিশ আড়তদার মো. ফরিদউদ্দিন জানান, বাজারে যে ইলিশ আসছে তার বেশিরভাগই সাগরের। এই মাছ বরফজাত করা এবং ডিম বেশি। স্থানীয় বাজারে এর চাহিদা কম। তাই বেশিরভাগ ইলিশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এ কারণে স্থানীয় বাজারে ইলিশের দাম কমছে না। বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস মনু জানান, ঈদের পর ইলিশের আমদানি বাড়ছে। শনিবার বরিশালে সর্বাধিক এক হাজার মণের বেশি ইলিশ আমদানি হয়েছে। যা সাম্প্রতিক সময়ের রেকর্ড। রবিবার মোকামে প্রায় ৫০০ মণ ও গতকাল এসেছে ৬০০ মণের বেশি ইলিশ।তিনি জানান, পাইকারি বাজারে গতকাল এলসি সাইজের (৬০০ থেকে ৯০০ গ্রাম ওজন) প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ৩৬ হাজার টাকায়। এর আগের দিন একই সাইজের ইলিশ প্রতি মণ বিক্রি হয় ৩৩ হাজার টাকায়। শনিবার বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। আর কেজি সাইজের প্রতি মণ ইলিশ গতকাল বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। এর আগে শনি ও রবিবার কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৪০ হাজার টাকা মণ।

বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, মোকামে কয়েকদিন ধরে সাগরের ইলিশের সরবরাহ বেড়েছে। আগামী কয়েক দিন সরবরাহ আরও বাড়তে পারে। অভ্যন্তরীণ নদ-নদীতে আগামী কয়েক দিনে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে তার প্রত্যাশা।

সর্বশেষ খবর