শিরোনাম
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ঢাবিতে ‘কালো দিবস’ পালিত

ঘটনাকে তখন ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল

------ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০০৭ সালের ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনাকে তখন ভুলভাবে উপস্থাপন করা হয় মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ‘সেনাবাহিনী স্বাধীনতার একটি প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, একটি জাতীয় প্রতিষ্ঠান। তাই আমরা যেন গুলিয়ে না ফেলি যে, এটা ছিল সেনাবাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাল্টাপাটি আক্রমণের ঘটনা।’

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু ভিপি মো. নুরুল হক নূরসহ বিশ^বিদ্যালয় অফিসার্স ক্লাব ও অন্যান্য সংগঠনের নেতারা।

সেদিনের ঘটনা তুলে ধরে উপাচার্য বলেন, ‘সেদিন বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে খেলা চলছিল। পাশেই সেনাবাহিনীর একটি ক্যাম্প ছিল। সেই খেলাকে কেন্দ্র করে ক্যাম্পের দুজন সদস্যের মধ্যে বাকবিত-ার ঘটনা ঘটে। একপর্যায়ে আমাদের শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়। তখন শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। এটাই হলো আমাদের শিক্ষা। আমরা কালো দিবস পালন করছি এজন্য যে, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

দিবসটি উপলক্ষে সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদালয় সচেতন ছাত্র-শিক্ষকদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এম এম আকাশ ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এ ছাড়া কালো দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ ধারণ করেন।

সর্বশেষ খবর