ইসলামী বিশ্ববিদ্যালয়ে সামাজিক উন্নয়নবিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট (আইসিএসডিএপি) এর ৭ম দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোসাল সায়েন্স, থাইল্যান্ডের থাম্বাসাট বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের পৃষ্ঠপোষক, সমাজকর্ম বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রধান আলোচক হিসেবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় (আইসিএসডিএপির) সভাপতি ও চার্লস স্টুয়ার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনোহর শঙ্কর পাওয়ার আলোচনা উপস্থাপন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মেলনের সমন্বয়ক অধ্যাপক ড. মামুনুর রহমান ও আইসিএসডিএপির চেয়ারপারসন ড. অশোক কুমার সরকার বক্তব্য রাখেন। এ সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ৮টি দেশের ৪৭ জন সমাজতাত্ত্বিক, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বিশারদসহ মোট ২৬৭ জন গবেষক অংশ নিয়েছেন। দুদিনে মোট ১৬টি বিষয়ে আলোচনা উপস্থাপনের কথা রয়েছে। বক্তারা বলেন, সামাজিক অস্থিরতা হলো সমাজে একদল লোকের উপস্থিতি যখন তারা বিদ্যমান সমস্যা বা ইস্যুতে সন্তুষ্ট নয়। এ সমস্যা বিশ্বজুড়ে, বিশেষত দক্ষিণ এশিয়ার একটি জ¦লন্ত সমস্যা যা শান্তি ও উন্নয়নের জন্য বড় প্রতিবন্ধকতা। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের কারণে সমাজে অস্থিরতা বিরাজ করে। এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের পরমতসহিষ্ণুতার উৎসাহ দেওয়া প্রয়োজন। যা সামাজিক অস্থিরতা কমাতে পারে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা