করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের শুরুতেই খুলনায় খাদ্য সংকটে পড়েছেন কয়েক হাজার হতদরিদ্র মানুষ। খুলনার সরকারি-বেসরকারি পাটকল ও রূপসার মাছ প্রক্রিয়াকরণ কোম্পানিগুলো বন্ধ থাকায় কর্মহীন দিনমজুররা পরিবার-পরিজন নিয়ে খাদ্য সংকটে পড়েছেন। এ ছাড়া রিকশাচালক, রাজমিস্ত্রি, সবজি বিক্রেতা, দিনমজুরসহ অসংখ্য মানুষ সীমাহীন কষ্টে দিন পার করছেন। এদিকে মানুষের এ দুঃসময়ে পাশে নেই খুলনার রাজনীতিতে সুবিধাভোগী নেতারা। উৎসব-পার্বণে ব্যয়বহুল ব্যানার-ফেস্টুনে নিজেদের ছবি টানিয়ে যারা সারা নগর ছেয়ে ফেলেন তাদের বেশিরভাগই লাপাত্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তীব্র ঝড় বইছে। জানা যায়, খুলনার ছোট-বড় ৭২৬টি বস্তিতে বসবাস করেন নিম্নআয়ের প্রায় দুই লাখ মানুষ। এদের বেশিরভাগই দিনমজুর, রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক। আয় না থাকায় এসব হতদরিদ্র মানুষ এক প্রকার না খেয়েই দিন পার করছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, যারা দিন আনে দিন খায় এমন মানুষদের দ্রুত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিতে হবে। অন্যথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি বলেন, রাজনীতির নামে যারা এতদিন সুবিধা নিয়েছেন এ দুঃসময়ে তাদের বেশিরভাগই লাপাত্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে। ফেসবুকে একজন সংবাদকর্মী লিখেছেন, ‘একযুগ আগেও যেসব নেতার রিকশাভাড়া জুটত না। বর্তমানে তাদের নামি-দামি ব্র্যান্ডের গাড়ি হয়েছে। তাদের কতজন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ প্রশ্ন এখন নগরবাসীর।’ এদিকে করোনাভাইরাসকে পুঁজি করে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নামে কোনো অনুদান সংগ্রহ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এক বিবৃতিতে এ দুঃসময়ে অনুদান সংগ্রহ নয়, আতঙ্কিত মানুষের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
খুলনায় সুবিধাভোগী সেই নেতারা লাপাত্তা
খাদ্য সংকটে কর্মহীন দুই লাখ মানুষ
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর