রংপুর বিভাগের দেড় কোটির ওপর মানুষ করোনা আতঙ্কে। অঘোষিত লকডাউনে এ বিভাগের প্রায় অর্ধলাখ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম বেকায়ায় রয়েছেন। অসহায় এসব মানুষের সাহায্যে সরকার, রাজনীতিবিদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এগিয়ে এলেও এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলোকে এখনো মাঠে দেখা যায়নি। তারা এখনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেনি। তবে ব্র্যাক বিভাগীয় প্রশাসনের কাছে গত রবিবার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চেয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সাধ্যমতো ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিভাগীয় প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার ব্র্যাকের প্রতিনিধি এসে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চান। এ ছাড়া দু-একটি এনজিও মোবাইল ফোনে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত মানুষ সম্পর্কে জানতে চেয়েছে। তারা এখনো কোথাও ত্রাণ বিতরণ করেছে এ ধরনের কোনো খবর বিভাগীয় প্রশাসন কার্যালয়ে নেই। অন্যদিকে রংপুর বিভাগে অর্ধশতের ওপর মানবাধিকার সংগঠন রয়েছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এখন পর্যন্ত এসব সংগঠনকে দাঁড়াতে দেখা যায়নি। দেশের এই দুঃসময়ে এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলো দূরে থাকায় এদের সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো এনজিও কিংবা মানবাধিকার সংগঠন করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বলে আমার জানা নেই। কবে নাগাদ ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো দাঁড়াবে তা তারাই জানে।’
শিরোনাম
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
মানুষের পাশে নেই এনজিও ও মানবাধিকার সংগঠনগুলো
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর