রংপুর বিভাগের দেড় কোটির ওপর মানুষ করোনা আতঙ্কে। অঘোষিত লকডাউনে এ বিভাগের প্রায় অর্ধলাখ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম বেকায়ায় রয়েছেন। অসহায় এসব মানুষের সাহায্যে সরকার, রাজনীতিবিদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এগিয়ে এলেও এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলোকে এখনো মাঠে দেখা যায়নি। তারা এখনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেনি। তবে ব্র্যাক বিভাগীয় প্রশাসনের কাছে গত রবিবার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চেয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সাধ্যমতো ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিভাগীয় প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার ব্র্যাকের প্রতিনিধি এসে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চান। এ ছাড়া দু-একটি এনজিও মোবাইল ফোনে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত মানুষ সম্পর্কে জানতে চেয়েছে। তারা এখনো কোথাও ত্রাণ বিতরণ করেছে এ ধরনের কোনো খবর বিভাগীয় প্রশাসন কার্যালয়ে নেই। অন্যদিকে রংপুর বিভাগে অর্ধশতের ওপর মানবাধিকার সংগঠন রয়েছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এখন পর্যন্ত এসব সংগঠনকে দাঁড়াতে দেখা যায়নি। দেশের এই দুঃসময়ে এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলো দূরে থাকায় এদের সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো এনজিও কিংবা মানবাধিকার সংগঠন করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বলে আমার জানা নেই। কবে নাগাদ ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো দাঁড়াবে তা তারাই জানে।’
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
মানুষের পাশে নেই এনজিও ও মানবাধিকার সংগঠনগুলো
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর