রংপুর বিভাগের দেড় কোটির ওপর মানুষ করোনা আতঙ্কে। অঘোষিত লকডাউনে এ বিভাগের প্রায় অর্ধলাখ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম বেকায়ায় রয়েছেন। অসহায় এসব মানুষের সাহায্যে সরকার, রাজনীতিবিদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এগিয়ে এলেও এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলোকে এখনো মাঠে দেখা যায়নি। তারা এখনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেনি। তবে ব্র্যাক বিভাগীয় প্রশাসনের কাছে গত রবিবার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চেয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সাধ্যমতো ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিভাগীয় প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার ব্র্যাকের প্রতিনিধি এসে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চান। এ ছাড়া দু-একটি এনজিও মোবাইল ফোনে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত মানুষ সম্পর্কে জানতে চেয়েছে। তারা এখনো কোথাও ত্রাণ বিতরণ করেছে এ ধরনের কোনো খবর বিভাগীয় প্রশাসন কার্যালয়ে নেই। অন্যদিকে রংপুর বিভাগে অর্ধশতের ওপর মানবাধিকার সংগঠন রয়েছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এখন পর্যন্ত এসব সংগঠনকে দাঁড়াতে দেখা যায়নি। দেশের এই দুঃসময়ে এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলো দূরে থাকায় এদের সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো এনজিও কিংবা মানবাধিকার সংগঠন করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বলে আমার জানা নেই। কবে নাগাদ ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো দাঁড়াবে তা তারাই জানে।’
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
মানুষের পাশে নেই এনজিও ও মানবাধিকার সংগঠনগুলো
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর