বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
তৃণমূলে চাঙ্গা হচ্ছে রাজনীতি

কান্ডারির অপেক্ষায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

কান্ডারির অপেক্ষায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

কান্ডারিহীনভাবে চলছে চট্টগ্রাম বিএনপি’র গুরুত্বপূর্ণ ইউনিট উত্তর জেলার কার্যক্রম। এ ইউনিটের আহ্বায়ক চার বছরের বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। সদস্যসচিবের পদটি মৃত্যুজনিত কারণে শূন্য রয়েছে আড়াই বছরের বেশি সময় ধরে। ফলে দলের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের দাবি জানিয়েছেন। কিন্তু এ নিয়ে কারও ভ্রƒক্ষেপ নেই। অবশ্য, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক হলে উত্তর জেলা বিএনপি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু হলে দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষণার প্রচেষ্টা থাকবে।’ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক সময় চট্টগ্রামের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন উত্তর জেলার নেতারা। অথচ কয়েক বছর ধরে উত্তর জেলা কমিটি চলছে কান্ডারীহীন। ফলে দলের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

 জানা যায়, ২০১৪ সালের ২৬ এপ্রিল আসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং প্রয়াত কাজী আবদুল্লাহ আল হাসানকে সদস্যসচিব করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি করা হয়। পরবর্তী ৪৫ দিনের মধ্যে থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা থাকলেও বিবাদে জড়িয়ে পড়েন দুই নেতা। কোন্দল ঠেকাতে আহ্বায়ক আসলাম চৌধুরীকে কমিটি গঠনের একক ক্ষমতা দেওয়া হলেও সেটি আলোর মুখ দেখেনি কমিটির। এরই মধ্যে ২০১৬ সালের ১৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হন আহ্বায়ক আসলাম চৌধুরী। ২০১৮ সালের জানুয়ারিতে মারা যান সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান। এরপর থেকেই কার্যত অভিভাবক শূন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। দুই নেতার অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। কোন্দলের কারণে সংঘাতে জড়িয়ে পড়েন বিভিন্ন নেতার অনুসারিরা। মাঝে মধ্যে কেন্দ্রীয় বিএনপি’র উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নেতা ব্যারিস্টার মীর হেলালকে সাধারণ সম্পাদক করার উদ্যোগ নেয় দলের একটি অংশ। বিষয়টা প্রকাশ্যে এলে ফের চাঙা হয়ে উঠে কোন্দল। এতে করে থমকে যায় সেই উদ্যোগ। করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির বন্ধ থাকা রাজনীতি  ফের সরগরম হওয়ার পর উদ্যোগ নেওয়া হয় উত্তর জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠনের। কমিটি গঠনের বিষয়টা জানাজানি হলে ফের রাজনীতির মাঠে সক্রিয় হয় সম্ভাব্য পদপ্রার্থীরা। উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন কমপক্ষে ২০ নেতা। তাদের মধ্যে সভাপতি হতে চান চাকসু ভিপি নাজিম উদ্দিন, এমএ হালিম, ডা. খুরশিদ জামিল, ইউনুস চৌধুরী, কর্নেল বাহার, নুরুল আমিন। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত, কাজী সালাউদ্দিন, জসিম উদ্দিন সিকদার, আবদুল আউয়াল, অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।

সভাপতি পদ প্রত্যাশী নাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন কমিটি নেই উত্তর জেলা বিএনপি’র। যার প্রভাব পড়েছে স্বাভাবিক কার্যক্রমে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যোগ্য নেতৃত্বের হাতে উত্তর জেলা বিএনপি’র দায়িত্ব দেওয়া হোক। দল চাইলে যে কোনো দায়িত্ব নিতে রাজি।

কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘দলের সার্বিক কার্যক্রম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিটরিং করছেন। আশা করছি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র কমিটি গঠন নিয়ে তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর