মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

ব্যবসায়ীদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী সংকটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনার কারণে মন্দার সময়কালের পুনরুদ্ধার ও ব্যবসার ওপর বিরূপ প্রভাব থেকে উত্তরণে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। গতকাল এক ওয়েব আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-বিএইচবিএফসি, ইসলামী ব্যাংক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যুরো অব বিজনেস রিসার্চ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন চবি বিজনেস রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।

অংশ নেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার, বিএইচবিএসসি চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, ইসলামী ব্যাংকের পরিচালক ও চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, চবির হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, বিজনেস রিসার্চ ব্যুরোর পরিচালক ড. এস এম সোহরাব উদ্দিন প্রমুখ। ড. সেলিম বলেন, বিগত ছয় মাসে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাপ্লাই চেইন পুনর্গঠন করেছে। দূরবর্তী কার্যক্রম স্থাপন করেছে এবং কঠোর আর্থিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সারা বিশ্ব উদ্বেগজনকভাবে কার্যকর করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। যা সহজেই বিতরণ করা যাবে। ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া না করে কাজ করার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সংস্থাগুলোকে পুনরায় সংহত করতে হবে।

সর্বশেষ খবর