চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। পোস্টার ছেঁড়া, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়ছেন প্রার্থীর সমর্থকরা। তবে চসিক নির্বাচনের প্রার্থীদের একটি অংশের অভিযোগ, পুলিশ প্রশাসনের দ্বিমুখী ভূমিকার কারণেই সংঘাতপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন। প্রশাসনের দ্বিমুখী আচরণের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এম মোস্তাক আহমদ খান বলেন, ‘স¤পূর্ণ পেশাদারির সঙ্গে পুলিশ কাজ করছে। নিরপেক্ষ অবস্থানে থেকেই কাজ করতে প্রত্যেক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা ওই দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’ তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে বদ্ধপরিকর প্রশাসন। এ ক্ষেত্রে জিরো ট্রলারেন্স ভূমিকা নেবে পুলিশ।’ তবে চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চসিক নির্বাচনের শুরু থেকেই পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রশাসন এখনো সবার প্রতি এক আচরণ করছে না। প্রশাসনকে এমন ভূমিকা থেকে সরে আসার দাবি করছি।’ নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা দাবি করেন-নির্বাচনে পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশ গোপনে আওয়ামী লীগ এবং বিদ্রোহীদের সমর্থনের কথা বলছে। প্রশাসনের দ্বিমুখী আচরণের কারণে বিভিন্ন এলাকায় দুই পক্ষই বেপরোয়া। ফলে সংঘাতের ঘটনা ঘটছে। সর্বশেষ দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছেন একজন। জানা যায়, নির্বাচনে ভোটযুদ্ধে রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র দলের দুই শতাধিক প্রার্থী। তাদের মধ্যে অর্ধশতাধিকই হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী। এর ১৭ জনই সর্বশেষ নির্বাচনে বিজয়ী কাউন্সিলর। করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ২১ মার্চ নির্বাচন স্থগিত হওয়ার আগে পর্যন্ত সংঘাতে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীরা। কখনো পোস্টার টাঙানো কিংবা প্রচারের বাধা, আধিপত্য বিস্তারসহ নানান বিষয়কে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে বারবার। নির্বাচন স্থগিত হওয়ার আগে পর্যন্ত অর্ধ শতাধিক সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত ৮ জানুয়ারি ফের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে ফের সংঘাতপূর্ণ হয়ে উঠে নির্বাচন। প্রশাসনের দাবি, চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচনী সংঘাত এড়াতে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। নির্বাচন স্থগিত হওয়ার আগে একাধিকবার সংঘাত হয়েছে এমন ওয়ার্ড ও এলাকাকে সংঘাতপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে। ওই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বৃদ্ধি, টহল জোরদার এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সংঘাত বাড়াচ্ছে পুলিশের দ্বিমুখী ভূমিকা
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর