শিরোনাম
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক দিন পরই দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

এক দিন পরই দরপতনে শেয়ারবাজার

আগের দিন বড় উত্থান হলেও পরের দিন দরপতনে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচকের পতন হয়েছে। সেইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া  বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি কমেছে লেনদেন। ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১৭৫টি। আর ১০০টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের পতনের পাশপাশি ডিএসইতে কমেছে  লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ২২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ২০ পয়সা বেড়ে দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৯৫ টাকার ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান  টোবাকোর ১০৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ৮৪ কোটি ৯৯ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এছাড়া লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ছিল : বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক, ওয়ালটন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৮ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এনআরবিসি ব্যাংকে সাধারণের আইপিও আবেদন ১১ গুণ : এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের গণপ্রস্তাব (আইপিও) আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ বিনিয়োগকারীরা তাদের বরাদ্দের তুলনায় ১০ দশমিক ৮৬ গুণ বেশি আবেদন জমা দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯  ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) এসব আবেদন পড়েছে। ডিএসই এবং সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর