রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

অভিবাসীদের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে

-বদরুল হুদা জেনু

অভিবাসীদের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে

কুমিল্লা জেলার ১৫ লাখ বৈধ অভিবাসী। রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ কুমিল্লা জেলা। এই অভিবাসীদের দুর্ভোগ কমাতে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। বিশেষ করে, তাদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। যাতে তারা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে গিয়ে প্রাণ না হারায়। এ ছাড়া অভিবাসীদের পাঠানো টাকা যেন কাজে লাগে সেজন্য কার্যকর পরিকল্পনা নিতে হবে। বিদেশ ফেরত অভিবাসীদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। অনেকটা ইপিজেড বা বিসিকের মতো বিনিয়োগের সুযোগ করে দেওয়া দরকার। বিনিয়োগকারীদের হয়রানিমুক্ত রাখতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সভাপতি ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

তিনি বলেন, অভিবাসীদের পাঠানো টাকার একটি অংশ সরকার সঞ্চয় করতে পারে। প্রয়োজনে যেন অভিবাসী তা কাজে লাগাতে পারে। এতে সে দেশ ও সমাজের বোঝা হবে না। এ ছাড়া ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলার বিমানবন্দরটি বন্ধ রয়েছে গত ৪৪ বছর ধরে। পরিত্যক্ত বিমানবন্দরের পাশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। বিমান যোগাযোগ চালু থাকলে এতে সহজে বিদেশি বিনিয়োগকারী আসতে পারবেন। খুলে যাবে সমৃদ্ধির দ্বার। তার দাবি, বাজেটে যেন নিত্যপ্রয়োজনী পণ্যের দাম না বাড়ে। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যেন বিশেষ বরাদ্দ থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর