পুস্তক বিপণি হিসেবে পরিচিত নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন। প্রায় অর্ধশত বছরের পুরনো তিনতলা মার্কেটটি এখন সিটি করপোরেশনের ‘ঝুঁকিপূর্ণ’ ভবনের তালিকায়। ঘনঘন ভূমিকম্পের কারণে ১০ দিন বন্ধ রাখার পর ফের খোলা হলেও মার্কেটটির বর্তমান অবস্থা নিয়ে সিটি করপোরেশন, মার্কেটের মালিক এবং দোকান মালিক পক্ষের মধ্যে চলছে টানাটানি। সিটি করপোরেশন ও মার্কেট মালিক পক্ষ ঝুঁকিপূর্ণ দাবি করে ভেঙে ফেলতে চায় মার্কেটটি। আর দোকান মালিক পক্ষের অভিযোগ কেবল হয়রানির লক্ষ্যেই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ দাবি করা হচ্ছে। তিন পক্ষের এই টানাটানিতে আতঙ্কের মধ্যে রয়েছেন মার্কেটের প্রায় ২০০ ব্যবসায়ী। মার্কেটটির বর্তমান অবস্থা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কেটটি আসলেই ঝুঁকিপূর্ণ হলে বড় ভূমিকম্পে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। বাহ্যিকভাবে জরাজীর্ণ রাজা ম্যানশনকে ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গত ২৯ ও ৩০ মে ২৪ ঘণ্টার মধ্যে সিলেট নগরীতে পাঁচবার ভূমিকম্প অনুভূত হলে রাজা ম্যানশনসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি মার্কেট ও ভবন ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সিসিক। এরপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও সিসিকের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মার্কেটগুলো পর্যবেক্ষণ শেষে খুলে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা বাহ্যিক কাঠামো ও বর্তমান অবস্থা দেখে মার্কেটটি ঝুঁকিপূর্ণ হিসেবে তাদের মত দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা সয়েল টেস্ট ও মার্কেটের নকশা দেখতে চান। এদিকে, বিশেষজ্ঞদের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই মার্কেটের মালিক (জমিদার) হাছন রাজার প্রপৌত্র দেওয়ান শমসের রাজা চৌধুরী সংবাদ সম্মেলন করে রাজা ম্যানশনটি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মার্কেটটি বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পে জানমালের ক্ষতির আশঙ্কায় সিসিক মার্কেটটি বন্ধ ঘোষণা করেছিল। পরে ঝুঁকিপূর্ণ মার্কেটটি কিসের ভিত্তিতে সিসিক ফের খুলে দেওয়ার অনুমতি দিল- সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন রাখেন শমসের রাজা। তিনি বলেন, মার্কেটের দোকান মালিকদের অসহযোগিতার কারণে মালিকপক্ষ মার্কেটটি ভেঙে নতুন করে নির্মাণ করতে পারছে না। তাই মার্কেটে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্বও মালিকপক্ষ নেবে না। অন্যদিকে শমসের রাজা চৌধুরীর এমন বক্তব্য উড়িয়ে দিয়ে মার্কেটের দোকান মালিক সমন্বয় কমিটির সভাপতি আবদুল খালিক বলেন, মার্কেটের সয়েল টেস্টের রিপোর্ট বলছে মার্কেটটি ঝুঁকিপূর্ণ নয়। এরপরও সিসিক কিসের ভিত্তিতে মার্কেটটি ঝুঁকিপূর্ণ দাবি করছে তার কোনো কারণ জানানো হয়নি। মার্কেটের মালিকপক্ষও ভিত্তিহীন কথা বলছে। শমসের রাজা কোনো যুক্তি ছাড়াই মার্কেটটি ঝুঁকিপূর্ণ দাবি করে ভেঙে ফেলতে চাইছেন। এদিকে, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ২০১৯ সালে রাজা ম্যানশনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল মার্কেটটি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। এখন সয়েল টেস্টের রিপোর্ট ও নকশা দেখে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তাদের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মার্কেটটি সংস্কার করে ঝুঁকিমুক্ত করা যাবে কি না। ঝুঁকিমুক্ত করা না গেলে মার্কেটটি ভেঙে ফেলা হবে।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের