সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। গতকাল বেশির ভাগ কোম্পানির দর বৃদ্ধিতে ডিএসইতে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। ডিএসইর সূচক ৬ হাজার ৩০৭ পয়েন্টে উঠে এসেছে। যা গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে উঠে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের এ দিনে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার ৯০ পয়সা বেড়ে দিন শেষে ৯৭ টাকা ৯০ পয়সা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৫৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৫টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।