খুলনায় অনুমোদনহীন ভেজাল প্রসাধনী সামগ্রীতে বাজার ছেয়েছে। নিম্নমানের আটা, তেল, শ্যাম্পু, গ্লিসারিনসহ মোম, রং, পানি, কেমিক্যাল মিশিয়ে নামি-দামি কোম্পানির আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এর মধ্যে রূপসার সেনেরবাজার এলাকায় ‘মুন কসমেটিকস বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন লেভেল (মোড়ক) লাগিয়ে তা বিক্রি করা হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে র্যাব। এদিকে আলাদা অভিযানে বৃহস্পতিবার রাতে খুলনা রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় প্রসাধনী নিভিয়া ক্রিম, গার্নিয়ার ফেস ওয়াশ বডি লোশন, অলিভ অয়েল জব্দ করা হয়েছে। এ সময় দুলাল খান নামের এক চোরাচালানিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জানা যায়, রূপসা, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা অভিজাত এলাকায় বাসাভাড়া নিয়ে প্রতারক চক্র নিম্নমানের ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করছে। ব্যবহৃত খালি বোতল পরিষ্কার করে তাতে ভেজাল পণ্য ঢুকিয়ে নিউমার্কেটসহ বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করছে। দেখতে একইরকম হওয়ায় আসল-নকল যাচাই করতে না পেরে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, রূপসার সেনেরবাজার এলাকার ‘মুন কসমেটিক্স’ কারখানায় অবৈধভাবে ২৭টি প্রসাধনী পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হয়। মানুষ না বুঝেই মানহীন পণ্য ব্যবহার করত। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ব্রাইট কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, অসংখ্য খালি পারফিউমের বোতল, পাউডারের প্যাকেট ও পারফিউম, ভ্যাসলিন তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে নকলের ভিড়ে আসল পণ্য চেনাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, এসব পণ্য ব্যবহারে স্কিন ডিজিস, অ্যালার্জি ও স্কিন ক্যান্সার হতে পারে।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
ভেজাল প্রসাধনীতে বাজার ছেয়েছে খুলনায়
বিপুল পরিমাণ নকল সামগ্রী উদ্ধার, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর