খুলনায় অনুমোদনহীন ভেজাল প্রসাধনী সামগ্রীতে বাজার ছেয়েছে। নিম্নমানের আটা, তেল, শ্যাম্পু, গ্লিসারিনসহ মোম, রং, পানি, কেমিক্যাল মিশিয়ে নামি-দামি কোম্পানির আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এর মধ্যে রূপসার সেনেরবাজার এলাকায় ‘মুন কসমেটিকস বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন লেভেল (মোড়ক) লাগিয়ে তা বিক্রি করা হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে র্যাব। এদিকে আলাদা অভিযানে বৃহস্পতিবার রাতে খুলনা রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় প্রসাধনী নিভিয়া ক্রিম, গার্নিয়ার ফেস ওয়াশ বডি লোশন, অলিভ অয়েল জব্দ করা হয়েছে। এ সময় দুলাল খান নামের এক চোরাচালানিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জানা যায়, রূপসা, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা অভিজাত এলাকায় বাসাভাড়া নিয়ে প্রতারক চক্র নিম্নমানের ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করছে। ব্যবহৃত খালি বোতল পরিষ্কার করে তাতে ভেজাল পণ্য ঢুকিয়ে নিউমার্কেটসহ বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করছে। দেখতে একইরকম হওয়ায় আসল-নকল যাচাই করতে না পেরে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, রূপসার সেনেরবাজার এলাকার ‘মুন কসমেটিক্স’ কারখানায় অবৈধভাবে ২৭টি প্রসাধনী পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হয়। মানুষ না বুঝেই মানহীন পণ্য ব্যবহার করত। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ব্রাইট কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, অসংখ্য খালি পারফিউমের বোতল, পাউডারের প্যাকেট ও পারফিউম, ভ্যাসলিন তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে নকলের ভিড়ে আসল পণ্য চেনাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, এসব পণ্য ব্যবহারে স্কিন ডিজিস, অ্যালার্জি ও স্কিন ক্যান্সার হতে পারে।
শিরোনাম
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
ভেজাল প্রসাধনীতে বাজার ছেয়েছে খুলনায়
বিপুল পরিমাণ নকল সামগ্রী উদ্ধার, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর