খুলনায় অনুমোদনহীন ভেজাল প্রসাধনী সামগ্রীতে বাজার ছেয়েছে। নিম্নমানের আটা, তেল, শ্যাম্পু, গ্লিসারিনসহ মোম, রং, পানি, কেমিক্যাল মিশিয়ে নামি-দামি কোম্পানির আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এর মধ্যে রূপসার সেনেরবাজার এলাকায় ‘মুন কসমেটিকস বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন লেভেল (মোড়ক) লাগিয়ে তা বিক্রি করা হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে র্যাব। এদিকে আলাদা অভিযানে বৃহস্পতিবার রাতে খুলনা রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় প্রসাধনী নিভিয়া ক্রিম, গার্নিয়ার ফেস ওয়াশ বডি লোশন, অলিভ অয়েল জব্দ করা হয়েছে। এ সময় দুলাল খান নামের এক চোরাচালানিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জানা যায়, রূপসা, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা অভিজাত এলাকায় বাসাভাড়া নিয়ে প্রতারক চক্র নিম্নমানের ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করছে। ব্যবহৃত খালি বোতল পরিষ্কার করে তাতে ভেজাল পণ্য ঢুকিয়ে নিউমার্কেটসহ বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করছে। দেখতে একইরকম হওয়ায় আসল-নকল যাচাই করতে না পেরে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, রূপসার সেনেরবাজার এলাকার ‘মুন কসমেটিক্স’ কারখানায় অবৈধভাবে ২৭টি প্রসাধনী পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হয়। মানুষ না বুঝেই মানহীন পণ্য ব্যবহার করত। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ব্রাইট কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, অসংখ্য খালি পারফিউমের বোতল, পাউডারের প্যাকেট ও পারফিউম, ভ্যাসলিন তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে নকলের ভিড়ে আসল পণ্য চেনাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, এসব পণ্য ব্যবহারে স্কিন ডিজিস, অ্যালার্জি ও স্কিন ক্যান্সার হতে পারে।
শিরোনাম
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন