খুলনায় অনুমোদনহীন ভেজাল প্রসাধনী সামগ্রীতে বাজার ছেয়েছে। নিম্নমানের আটা, তেল, শ্যাম্পু, গ্লিসারিনসহ মোম, রং, পানি, কেমিক্যাল মিশিয়ে নামি-দামি কোম্পানির আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এর মধ্যে রূপসার সেনেরবাজার এলাকায় ‘মুন কসমেটিকস বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন লেভেল (মোড়ক) লাগিয়ে তা বিক্রি করা হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে র্যাব। এদিকে আলাদা অভিযানে বৃহস্পতিবার রাতে খুলনা রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় প্রসাধনী নিভিয়া ক্রিম, গার্নিয়ার ফেস ওয়াশ বডি লোশন, অলিভ অয়েল জব্দ করা হয়েছে। এ সময় দুলাল খান নামের এক চোরাচালানিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জানা যায়, রূপসা, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা অভিজাত এলাকায় বাসাভাড়া নিয়ে প্রতারক চক্র নিম্নমানের ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করছে। ব্যবহৃত খালি বোতল পরিষ্কার করে তাতে ভেজাল পণ্য ঢুকিয়ে নিউমার্কেটসহ বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করছে। দেখতে একইরকম হওয়ায় আসল-নকল যাচাই করতে না পেরে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, রূপসার সেনেরবাজার এলাকার ‘মুন কসমেটিক্স’ কারখানায় অবৈধভাবে ২৭টি প্রসাধনী পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হয়। মানুষ না বুঝেই মানহীন পণ্য ব্যবহার করত। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ব্রাইট কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, অসংখ্য খালি পারফিউমের বোতল, পাউডারের প্যাকেট ও পারফিউম, ভ্যাসলিন তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে নকলের ভিড়ে আসল পণ্য চেনাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, এসব পণ্য ব্যবহারে স্কিন ডিজিস, অ্যালার্জি ও স্কিন ক্যান্সার হতে পারে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা