রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর সমবায় দর্শনে দেশ আজ উন্নয়নশীল : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি সমৃদ্ধ জাতি গঠনে দিয়ে গেছেন সমবায় দর্শন। তাঁর দর্শনেই দেশ আজ উন্নয়নশীন। বঙ্গবন্ধুই প্রথম সমবায়ের মাধ্যমে গুচ্ছগ্রাম করে ভূমিহীন, গৃহহীন দুঃখী মানুষের পুনর্বাসন শুরু করেছিলেন। মুক্তির সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথনির্দেশ দিয়েছেন সমবায়ের মাধ্যমে। যেন তারা নিজেরাই নিজেদের কর্তা হতে পারেন। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ৫০তম সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্মসচিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার ও সায়েদুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মো. কবির হোসেন প্রমুখ।

তিনি বলেন, বঙ্গবন্ধু রক্তে ভেজা সংবিধানে স্থান দিয়েছেন দারিদ্র্যমুক্তির পথনির্দেশনা। সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্য তাড়াতে ব্যক্ত করেছেন প্রতিশ্রুতি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার বাস্তবায়নে ছিলেন নির্ভীক। রাষ্ট্রীয়ভাবে দারিদ্র্য দূরের লড়াইকে এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান, কৃষির আধুনিকায়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ, সমবায় চেতনা বিকাশ শুরু করেছিলেন তিনি। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা, নারী জাগরণ কর্মসূচি ছড়িয়ে দিতে সব সময় বঙ্গবন্ধুর ভাবনায় ছিল শুধুই জনগণ। পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় আনতে গ্রহণ করেছেন নানা পদক্ষেপ। আজ যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়ে উঠেছে ‘আশ্রয়ণ’, ‘একটি বাড়ি একটি খামার’ ও ‘আমার বাড়ি আমার খামার’-এর মতো গণমুখী কর্মসূচি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর