মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মোবাইল ফোনে বাড়ছে কানের সমস্যা

ভিড় চট্টগ্রামের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে বাড়ছে কানে শোঁ শোঁ কিংবা ভোঁ ভোঁ শব্দ করা রোগী। প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগীর সংখ্যা বাড়ছে। সঙ্গে রয়েছে কান ব্যথা, কানে কম শোনা, কানে ক্ষত তৈরি হওয়া ও খুব কাছের শব্দকে দূরের বলে মনে করার রোগী। করোনাকালে লকডাউন ও অসুস্থতায় ঘরবন্দী মানুষ মোবাইলে বেশি সময় কাটানো, মানসিক অবসাদ কাটাতে অনলাইনে চ্যাট, ভিডিও গেমস বা ওয়েব সিরিজে ব্যস্ত থাকা, মোবাইল ও হেডফোনে কথা বলা, হেডফোনে নিয়মিত গান শোনা, কনফারেন্স কল, অডিও-ভিডিও কল ও ভার্চুয়াল মিটিংয়ের কারণে ডিভাইস ব্যবহার বাড়ছে। সঙ্গে বাড়ছে কানের সমস্যাও। জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন রোগী নাক-কান-গলার চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অন্তত ২০ জনই কানে ভোঁ ভোঁ বা শোঁ শোঁ শব্দ শোনা রোগী। তাছাড়া অনেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে ৩০ জন রোগী এলে সেখানে অন্তত ৮ থেকে ১০ জনই থাকে এ ধরনের রোগী। চমেক হাসপাতালের অন্তঃবিভাগে অনুমোদিত শয্যা আছে ৫৮টি। বর্ধিত করে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু প্রতিনিয়ত রোগী ভর্তি থাকে ১২০ থেকে ১৩০ জন।  চমেক হাসপাতালের নাক কান গলা বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জয় দাশ বলেন, ‘প্রযুক্তির ডিভাইসগুলো ব্যবহারের কারণে কানের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষত কানে ভোঁ ভোঁ বা শোঁ শোঁ শব্দের রোগী। হাসপাতালের প্রতিদিন অন্তত ২০ জন এই জাতীয় সমস্যা নিয়ে রোগী আসছে। তাছাড়া ব্যক্তিগত চেম্বারেও বাড়ছে এ জাতীয় রোগী।

তবে সব বয়সী এবং শ্রেণি-পেশার মানুষের উচিত অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বন্ধ করা। একই সঙ্গে কম রেডিয়েশনের মোবাইল ব্যবহার করা। তাছাড়া অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে নির্গত রেডিয়েশনের প্রভাবে কম বয়সেই শ্রবণশক্তি হ্রাস পেতে পারে।’  

খোঁজ নিয়ে জানা যায়, কানে ভোঁ ভোঁ বা শোঁ শোঁ শব্দ করে এমন রোগীর সংখ্যা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে বেশি। কারণ উন্নত প্রযুক্তির মোবাইল ব্যবহার করছেন অপেক্ষাকৃত শিক্ষিত ও ধনীরা। যারা সাধারণত হাসপাতালে চিকিৎসা না নিয়ে চিকিৎসকের চেম্বারেই যান। ফলে হাসপাতালে এ জাতীয় রোগীর সংখ্যা কম বলে জানা যায়। অন্যদিকে, কানের সমস্যাগুলোর মধ্যে আছে- কম শোনা, কানে শোঁ শোঁ বা ভোঁ ভোঁ শব্দ হওয়া, কানে ভারী ভাব অনুভূত হওয়া, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, মাথায় ভারী ভাব অনুভূত হওয়া এবং মাথা ঘোরানো। রোগীদের মধ্যে অধিকাংশই তরুণ, যাদের বয়স ১৮ থেকে ৩৫। তবে পুরুষদের মধ্যে এ সমস্যা বেশি। তাছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের সময় শব্দ মাইক্রোওয়েভের মাধ্যমে কানে পৌঁছানোর কারণে তা সরাসরি মস্তিষ্কের কোষে আঘাত করার আশঙ্কাও থাকতে পারে। এ থেকেও মাথা যন্ত্রণা ও অন্যান্য সমস্যা দেখা দেয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর