শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

দুই বছর পর ঈদে ছুটি পেলেন স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

আড়াই বছর ধরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলেছে করোনার তাণ্ডব। প্রাণঘাতী এ মহামারিতে জীবন বাজি রেখে সেবা দিয়ে গেছেন দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্র্মীরা। মানুষের জীবন বাঁচানোর এ ব্রতে গত দুই বছর ঈদে সব পেশাজীবীর মানুষ ছুটি পেলেও দায়িত্ব পালন করেছেন তাঁরা। এ বছর করোনা সংক্রমণ কম থাকায় রোগীর পরিস্থিতি ছিল স্থিতিশীল। তাই দুই বছর পর পরিবারের সঙ্গে ঈদ কাটানোর ছুটি মিলেছে স্বাস্থ্যকর্মীদের।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে করোনাকালে অন্যতম প্রধান যোদ্ধা ছিলেন এ দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এ যুদ্ধে আমরা হারিয়েছি ১৯০ জন চিকিৎসকসহ দুই শর অধিক স্বাস্থ্যকর্মী। করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার চিকিৎসকসহ প্রায় ৯ হাজার স্বাস্থ্যকর্মী। করোনা মহামারির এ শ্বাসরুদ্ধকর সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বন্ধ ছিল। বর্তমানে সংকটকাল কেটে যাওয়ায় এবারের ঈদে নতুন আমেজ সৃষ্টি হয়েছে। তবে করোনায় স্বজনহারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অনেক পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি।’ ঢাকা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. ফরিদ হোসেন মিঞা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আড়াই বছর ধরে করোনা মহামারিতে নিরবচ্ছিন্ন সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এ বছর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালগুলোয় রোগীর চাপ কম ছিল। তাই বেশ কিছু স্বাস্থ্যকর্মী ছুটি পেয়েছেন। সেবা নিশ্চিতে প্রতিটি হাসপাতালে ছিল বিশেষ রোস্টার। আমি বেশ কিছু হাসপাতাল পরিদর্শন করেছি। ঈদের এই সময়ে রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা পেতে কোনো সমস্যা হয়নি।’

সর্বশেষ খবর