বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঢাবির গবেষণা মেলা শুরু হচ্ছে শনিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘গবেষণা ও প্রকাশনা মেলা’। আগামী ২২ ও ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিন ধরে চলবে বিশেষায়িত এ মেলা। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা সেন্টারের উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলায় অনুষদগুলোর জন্য ১০টি, ইনস্টিটিউটের জন্য একটি, প্রকাশনা সংস্থার জন্য একটি এবং গবেষণা কেন্দ্রের জন্য একটিসহ মোট ১৩টি প্যাভিলিয়ন থাকবে। এ ছাড়া, একটি কেন্দ্রীয় মঞ্চ থাকবে। আশা করা যাচ্ছে মেলায় শতবর্ষ উপলক্ষে প্রকাশিত ৫৫টি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রজেক্ট, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লাইয়ার বা ব্রুশিয়ার স্থান পাবে।

শনিবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর