মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর ও সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর এবং কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক কিছু সময় অবরোধ করে রাখে। গতকাল বিকাল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকার কেয়া গ্রুপের কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা এসব কর্মসূচি পালন করে। শিল্প পুলিশ, আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় কেয়া গ্রুপের কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন, এক বছরের ছুটি ও ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের দাবির মুখে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে একাধিকবার তারিখ নির্ধারণ করলেও পরিশোধ করেনি। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে। শ্রমিক অসন্তোষের মুখে সর্বশেষ কারখানা কর্তৃপক্ষ নিটিং সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ৩০ মার্চ এবং সুইং, ফিনিশিং, গার্মেন্ট ও আয়রন সেকশনের শ্রমিকদের বকেয়া বেতন ২ এপ্রিল পরিশোধের আশ্বাস দেয়। সর্বশেষ নির্ধারিত দিনে বেতন ভাতা পরিশোধ না করায় রবিবার রাতে শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ফ্যাক্টরির সিসি ক্যামেরা, জানালা ও গ্লাস ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ী থানার ওসি বলেন, শ্রমিকরা বকেয়ার দাবিতে রবিবার রাত থেকেই আন্দোলন শুরু করে।

শ্রমিক বিক্ষোভের কারণে কারখানার পার্শ্ববর্তী আঞ্চলিক সড়কে দিনভর যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর