রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হৃদরোগ ইনস্টিটিউটে অস্ত্রোপচার শুরু হতে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে ১২ দিন ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারিগরি ত্রুটি সারিয়ে এবং জীবাণুমুক্ত করার কাজ শেষে তা চালু হতে সময় লাগবে আরও দুই দিন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বছরে একবার আইসিইউ জীবাণুমুক্ত রাখতে বন্ধ রাখা হয়। কাজ শেষ হয়েছে। এখন জীবাণুমুক্তকরণের ওষুধ দিয়ে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে অস্ত্রোপচার শুরু হবে। খোঁজ নিয়ে দেখা যায়, ঈদের আগে ১৮ এপ্রিল ওই বিভাগের কার্ডিয়াক সার্জারি ইউনিটে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়। এরপর ঈদের ছুটি শুরু হয়। সেই থেকে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের কাজেও যন্ত্রাংশ না পাওয়ার কারণে এগোয়নি। ফলে ৪০ শয্যার আইসিইউটি চালু করা যায়নি। একই সময়ে আইসিইউ জীবাণুমুক্ত করার কাজের সূচিও রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে কারণে ঈদের ছুটির পর পাঁচ দিন পেরিয়ে গেলেও এ বিভাগে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে ১২ দিন ধরে অস্ত্রোপচার বন্ধ; নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারিগরি ত্রুটি সারিয়ে এবং জীবাণুমুক্ত করার কাজ শেষে তা চালু হতে সময় লাগবে আরও দুই দিন। হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউ দুটি। আইসিইউ-১ এ শয্যা সংখ্যা ৪০টি, আইসিইউ-২ এ শয্যা ১০টি। অস্ত্রোপচার কক্ষে প্রতিদিন গড়ে ছয়টি অস্ত্রোপচার করা হয়। এরপর তাদের রাখা হয় আইসিইউতে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর