বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

র‌্যাপিড ক্যাশ অ্যাপে ঋণের নামে প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট ফোনে র‌্যাপিড ক্যাশ অ্যাপস ডাউনলোড করলে সহজেই মিলত ক্ষুদ্র ঋণ। মাত্র ৫০০ বা হাজার টাকা ঋণের বিপরীতে ১০০ টাকা হারে সুদ পরিশোধ করা লাগত গ্রাহকদের। যদি কেউ ঋণের টাকা ফেরত দিতে কিংবা সুদ পরিশোধ করতে না চাইত, তাহলেই নেমে আসত বিপদ। কেননা, র‌্যাপিড ক্যাশ অ্যাপস ডাউনলোড করার পরই গ্রাহকের মোবাইল ফোনে থাকা সব তথ্য চুরি করে নিয়েছে চক্রের সদস্যরা। মোবাইল গ্যালারিতে থাকা চুরি করা ওই ছবি ও ভিডিও পাঠিয়ে শুরু হয় ব্লাকমেল। পরে গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। ২০২১ সালে এ অ্যাপস চালুর পর থেকে প্রতারণা করে আসছিল চক্রটি। অনলাইন অ্যাপসের মাধ্যমে ঋণের নামে ব্লাকমেলের ফাঁদে ফেলা এ চক্রের মূল হোতা ও এজেন্টসহ ২৬ জনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত কিছু কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়। চক্রের মূল হোতা মাহির। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ চক্রের মাস্টারমাইন্ড দুই চীনা নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে, এ অ্যাপস ভিন্ন নামে ভারত ও পাকিস্তানে ছড়ানো হয়েছে বলে জানানো হয়। গতকাল রাজধানীর বারিধারায় এটিইউর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সাইবার ক্রাইম উইংয়ের এসপি ফারহানা ইয়াসমিন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর