মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভোলা-বরিশাল ব্রিজ চাইলেন তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বরিশালের লাহারহাট থেকে ভোলার তেঁতুলিয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। গতকাল বিকালে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে। তিনটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায় ভোলায়। দেশের অন্য কোনো স্থানে ৮-৯টি কূপ খনন করে একটিতেও গ্যাস পাওয়া যায় না। অথচ আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাসফিল্ড পাওয়া গেছে। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন। তোফায়েল আহমেদ বলেন, ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগানো হবে। আমি বলতে চাই, ভোলাটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ঠ জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখন্ড থেকে আলাদা হয়ে আছে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গাজমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশালের ব্রিজটি করে দেন। ইতোমধ্যে এর ফিজিবিলিট টেস্ট করা হয়েছে। এ ব্রিজটি হলে ভোলার চেহারা পাল্টে যাবে। তাই এ ব্রিজটি নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বারবার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর