মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
রপ্তানি বন্ধ দুই সমুদ্রবন্দরে

মোংলায় পণ্য না পেয়ে ফিরে গেছে ২৫ বিদেশি জাহাজ

মোংলা বন্দর

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় পণ্য না পেয়ে ফিরে গেছে ২৫ বিদেশি জাহাজ

কোটাবিরোধী আন্দোলনের কারণে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দেশের দ্বিতীয় আন্তর্জাতিক মোংলা সমুদ্রবন্দর থেকে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। গত শনি ও রবিবার বিদেশ থেকে মোংলা বন্দরে আসা ২৫টি জাহাজে করে আনা আমদানি পণ্য খালাসের পর কোনো রপ্তানি পণ্য না পেয়ে সেগুলো খালি অবস্থায় বন্দর ত্যাগ করেছে। বিদেশি এসব জাহাজে করে আমাদানিকারকদের আনা কয়েক হাজার মেট্রিক টন আমদানি পণ্য খালাসের পর সেগুলো মোংলা বন্দরে পড়ে রয়েছে। সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় আমাদানিকারকরা নির্ধারিত স্থানে সেগুলো নিতে পারছে না। গতকাল মোংলা বন্দরের জেটিতে পণ্য বোঝাই কোনো জাহাজ ছিল না। তবে, বন্দরের আউটার অ্যাংকোরেজ পশুর চ্যানেলের হারবাড়িয়া ও বেচক্রিক পয়েন্টে বিদেশ থেকে পণ্য নিয়ে আসা ৯টি জাহাজ অবস্থান করছে। বিদেশি এই ৯টি জাহাজের পণ্য লাইটারেজ কার্গো জাহাজের মাধ্যমে খালাস করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মোংলা বন্দর ২৪ ঘণ্টাই চালু থাকে। আমদানি ও রপ্তানিকারকরা যে কোনো সময়ে কাক্সিক্ষত জাহাজে তাদের পণ্য বোঝাই এবং খালাসের কাজ করতে পারেন। দেশে কোটাবিরোধী আন্দোলনের পর থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় কোনো রপ্তানিকারক মোংলা বন্দরে পণ্য আনতে পারেননি। এ সময়ে মোংলা বন্দরের মাধ্যমে কোনো পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব হয়নি। যার পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে পণ্য নিয়ে আসা ২৫টি জাহাজে করে আনা আমদানি পণ্য খালাসের পর সেগুলো কোনো রপ্তানি পণ্য না পেয়েই খালি অবস্থায় বন্দর ত্যাগ করেছে। এর মধ্যে শনিবার ১২টি ও রবিবার ১৩টি বিদেশি জাহাজ পণ্য খালাসের পর কোনো রপ্তানি পণ্য না নিয়েই মোংলা বন্দর ত্যাগ করে। সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় আমাদানিকরা কয়েক হাজার মেট্রিক টন পণ্য মোংলা বন্দরে পড়ে রয়েছে।

মোংলা বন্দরের এই কর্মকর্তা আরও জানান, মোংলা বন্দরের জেটিতে গতকাল পণ্য বোঝাই কোনো জাহাজ না থাকলেও আউটার বন্দরের অ্যাংকোরেজ পশুর চ্যানেলের হারবাড়িয়ায় ৬টি ও বেচক্রিক পয়েন্টে বিদেশ থেকে পণ্য নিয়ে আসা তিনটি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে খাদ্যপণ্য গম, ইউরিয়া সার, পাথর, কয়লা ও সিমেন্টের ক্লিংকার রয়েছে। বিদেশ থেকে আমদানিকারকদের এই ৯টি জাহাজের পণ্য লাইটারেজ কার্গো জাহাজের মাধ্যমে খালাস করা হচ্ছে। আমদানিকারকরা সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকলে এসব পণ্যও মোংলা বন্দর কর্তৃপক্ষ নিরাপদ হেফাজতে রাখবে।

মোংলা বন্দর ব্যবহারকারী ও বাগেরহাট চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন বলেন, মোংলা বন্দরের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে কাস্টম হাউসসহ সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়া ব্যাংকগুলো অবিলম্বে খুলে দিতে হবে। একই সঙ্গে আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের পণ্য পরিবহনে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে নিচ্ছিদ্র নিরাপত্তার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

সর্বশেষ খবর