নিয়মরক্ষার তবে ব্যতিক্রম। ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে আজ। এবারই প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে থাকছে না কোনো প্যারেড কিংবা কুচকাওয়াজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়াতে দেওয়া হবে বিশেষ নির্দেশনা। যদিও প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রণীত কর্মপরিকল্পনার ওপর হবে বিশেষ ওয়ার্কশপ। তবে সূত্র নিশ্চিত করেছে, এবারের কর্মপরিকল্পনায় বিশেষ প্রাধান্য পাবে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মতামত। প্রধান উপদেষ্টার সামনে পুলিশ সদস্যদের পক্ষ থেকে উঠে আসবে ‘ওভার টাইম’ এবং দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের বিষয়টি। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমগ্র দেশবাসীর মনে এই ভাবনাটা সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারে বৈষম্যহীন বাংলাদেশের পুলিশ তাদের নিজেদের পুুলিশ।’ গত ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন কমিশনারদের দিকনির্দেশনা দিয়েছেন। এবার পুলিশ সপ্তাহে সেই দিকনির্দেশনার বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হবে। জানা গেছে, আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পুলিশ সপ্তাহের কার্যক্রম। এর আগে সূচনা বক্তব্য দেবেন আইজিপি বাহারুল আলম। রাজারবাগ পুলিশ লাইনসের খোলা মাঠের বদলে এবারের পুলিশ সপ্তাহের মূল অনুষ্ঠান হবে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে। পদক পাওয়া পুলিশ সদস্যদের পদক প্রদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশের সব ইউনিটের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন। অডিটোরিয়ামে উপস্থিত থাকা একজন ক্যাডার অফিসার এবং একজন কনস্টেবল প্রধান উপদেষ্টার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। পুলিশ সপ্তাহের প্রথম দিনই বিকালে আইজিপির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মতবিনিময় করবেন। এদিনই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ প্রেজেন্টেশন থাকবে। জানা গেছে, প্রতি বছর সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও এবার পরিবর্তিত পরিস্থিতির কারণে এপ্রিলের শেষ সপ্তাহে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। মাঝে পুলিশ সপ্তাহ নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। এবারের পুলিশ সপ্তাহে মূলত বিভিন্ন ইউনিটের এসপি থেকে তদূর্ধ্ব আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ৫০ জনের মতো সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সম্মেলন এবং সন্ধ্যায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশ সদস্যরা মতবিনিময় করবেন। ওই দিন সিআইডি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, অ্যান্টি-টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ পৃথক প্রেজেন্টেশন দেবে। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬৪ জন।
শিরোনাম
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পুলিশ সপ্তাহ-২০২৫
নিয়মরক্ষার তবে ব্যতিক্রম
♦ থাকবে নির্বাচনি প্রস্তুতি ও মনোবল বাড়ানোর নির্দেশনা ♦ পুলিশ দাবি করবে ‘ওভারটাইম’ এবং ‘স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন’
সাখাওয়াত কাওসার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর