নিয়মরক্ষার তবে ব্যতিক্রম। ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে আজ। এবারই প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে থাকছে না কোনো প্যারেড কিংবা কুচকাওয়াজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়াতে দেওয়া হবে বিশেষ নির্দেশনা। যদিও প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রণীত কর্মপরিকল্পনার ওপর হবে বিশেষ ওয়ার্কশপ। তবে সূত্র নিশ্চিত করেছে, এবারের কর্মপরিকল্পনায় বিশেষ প্রাধান্য পাবে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মতামত। প্রধান উপদেষ্টার সামনে পুলিশ সদস্যদের পক্ষ থেকে উঠে আসবে ‘ওভার টাইম’ এবং দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের বিষয়টি। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমগ্র দেশবাসীর মনে এই ভাবনাটা সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারে বৈষম্যহীন বাংলাদেশের পুলিশ তাদের নিজেদের পুুলিশ।’ গত ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন কমিশনারদের দিকনির্দেশনা দিয়েছেন। এবার পুলিশ সপ্তাহে সেই দিকনির্দেশনার বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হবে। জানা গেছে, আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পুলিশ সপ্তাহের কার্যক্রম। এর আগে সূচনা বক্তব্য দেবেন আইজিপি বাহারুল আলম। রাজারবাগ পুলিশ লাইনসের খোলা মাঠের বদলে এবারের পুলিশ সপ্তাহের মূল অনুষ্ঠান হবে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে। পদক পাওয়া পুলিশ সদস্যদের পদক প্রদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশের সব ইউনিটের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন। অডিটোরিয়ামে উপস্থিত থাকা একজন ক্যাডার অফিসার এবং একজন কনস্টেবল প্রধান উপদেষ্টার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। পুলিশ সপ্তাহের প্রথম দিনই বিকালে আইজিপির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মতবিনিময় করবেন। এদিনই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ প্রেজেন্টেশন থাকবে। জানা গেছে, প্রতি বছর সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও এবার পরিবর্তিত পরিস্থিতির কারণে এপ্রিলের শেষ সপ্তাহে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। মাঝে পুলিশ সপ্তাহ নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। এবারের পুলিশ সপ্তাহে মূলত বিভিন্ন ইউনিটের এসপি থেকে তদূর্ধ্ব আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ৫০ জনের মতো সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সম্মেলন এবং সন্ধ্যায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশ সদস্যরা মতবিনিময় করবেন। ওই দিন সিআইডি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, অ্যান্টি-টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ পৃথক প্রেজেন্টেশন দেবে। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬৪ জন।
শিরোনাম
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
পুলিশ সপ্তাহ-২০২৫
নিয়মরক্ষার তবে ব্যতিক্রম
♦ থাকবে নির্বাচনি প্রস্তুতি ও মনোবল বাড়ানোর নির্দেশনা ♦ পুলিশ দাবি করবে ‘ওভারটাইম’ এবং ‘স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন’
সাখাওয়াত কাওসার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
১১ ঘণ্টা আগে | জাতীয়
বন্দিদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
১০ ঘণ্টা আগে | পাঁচফোড়ন