করোনা সংক্রমণ প্রতিরোধে জাপানের টোকিওসহ ২১টি অঞ্চলে চলমান জরুরি অবস্থার মেয়াদ আবারও বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে, শর্ত সাপেক্ষে দুইটি অঞ্চলের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিয়াগি ও ওকায়ামা অঞ্চলে জরুরি অবস্থা থাকছে না।
আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। জাপানের রাজধানী টোকিওসহ ২১টি অঞ্চলের জরুরি অবস্থা ১২ সেপ্টেম্বর শেষ হওয়া কথা ছিল।
সুগা বলেন, সরকার নভেম্বর থেকে ভ্রমণ, বড় পরিসরের ইভেন্ট ও বারগুলোর ওপর কোভিড-১৯ এর বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে। বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হলেও এখনো কিছুসংখ্যক মানুষ টিকাদানের বাইরে। তাদের দ্রুত টিকাদানের আওতায় আনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে জরুরি অবস্থার অধীনে এলাকায় ঘোষিত বিধিনিষেধ শিথিল করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ৬০ শতাংশ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। এ মাসের মধ্যে আরও ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার কাজ চলছে। প্রতিদিন ১০ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে।
সূত্র : দ্য মেইনিচি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ