নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র এবং হবিগঞ্জে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক শিশু খুন হয়েছে। এছাড়া বগুড়া ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর—নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্যামল চন্দ্র (২১) নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্যামল পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। শ্যামলের বন্ধু আব্দুল্লাহ জানান, শুক্রবার রাতে পূর্ব বিরোধের জেরে পলিটেকনিক এলাকায় শ্যামলকে কয়েক যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটে মারাত্মক জখম হয়। সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম বলেন, জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। হবিগঞ্জ : লাখাই উপজেলার সাতাউক গ্রামে প্রতিপক্ষের কোদালের কোপে ইমন নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুল হাই’র ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সাতাউক গ্রামের আব্দুল হাই ও আক্কাছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার এর জেরে সংঘর্ষ হয়। শুক্রবার দুপুরে আব্দুল হাইর শিশুপুত্র ইমন অন্য শিশুদের সঙ্গে খেলতে গেলে আক্কাছ তাকে কোদাল দিয়ে কোপ দেন। এতে ইমন গুরুতর আহত হলে প্রথমে তাকে লাখাই স্বাস্থ্য কেন্দ্রে পরে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিবিৎসক সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথে শুক্রবার রাত ১২টার দিকে মারা যায় ইমন। বগুড়া : ধুনটে বিপ্লব চন্দ্রশীল নামে এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার এলাংগী হিন্দুপাড়া গ্রামের দিপু চন্দ্রশীলের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ির পাশে খালের কিনারা থেকে বিপ্লবের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিপু চন্দ্রশীল জানান, তার ছেলে এলাংগী বাজারে নরসুন্দরের কাজ করতো। শুক্রবার রাত ৭টায় বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। ফরিদপুর : শহরতলির কমলাপুরের পুলিশ লাইন হাসপাতালের সামনে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পলিথিনে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া