নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র এবং হবিগঞ্জে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক শিশু খুন হয়েছে। এছাড়া বগুড়া ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর—নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্যামল চন্দ্র (২১) নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্যামল পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। শ্যামলের বন্ধু আব্দুল্লাহ জানান, শুক্রবার রাতে পূর্ব বিরোধের জেরে পলিটেকনিক এলাকায় শ্যামলকে কয়েক যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটে মারাত্মক জখম হয়। সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম বলেন, জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। হবিগঞ্জ : লাখাই উপজেলার সাতাউক গ্রামে প্রতিপক্ষের কোদালের কোপে ইমন নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুল হাই’র ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সাতাউক গ্রামের আব্দুল হাই ও আক্কাছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার এর জেরে সংঘর্ষ হয়। শুক্রবার দুপুরে আব্দুল হাইর শিশুপুত্র ইমন অন্য শিশুদের সঙ্গে খেলতে গেলে আক্কাছ তাকে কোদাল দিয়ে কোপ দেন। এতে ইমন গুরুতর আহত হলে প্রথমে তাকে লাখাই স্বাস্থ্য কেন্দ্রে পরে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিবিৎসক সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথে শুক্রবার রাত ১২টার দিকে মারা যায় ইমন। বগুড়া : ধুনটে বিপ্লব চন্দ্রশীল নামে এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার এলাংগী হিন্দুপাড়া গ্রামের দিপু চন্দ্রশীলের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ির পাশে খালের কিনারা থেকে বিপ্লবের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিপু চন্দ্রশীল জানান, তার ছেলে এলাংগী বাজারে নরসুন্দরের কাজ করতো। শুক্রবার রাত ৭টায় বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। ফরিদপুর : শহরতলির কমলাপুরের পুলিশ লাইন হাসপাতালের সামনে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পলিথিনে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
নওগাঁয় কলেজছাত্র হবিগঞ্জে শিশু খুন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর