নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র এবং হবিগঞ্জে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক শিশু খুন হয়েছে। এছাড়া বগুড়া ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর—নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্যামল চন্দ্র (২১) নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্যামল পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। শ্যামলের বন্ধু আব্দুল্লাহ জানান, শুক্রবার রাতে পূর্ব বিরোধের জেরে পলিটেকনিক এলাকায় শ্যামলকে কয়েক যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটে মারাত্মক জখম হয়। সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম বলেন, জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। হবিগঞ্জ : লাখাই উপজেলার সাতাউক গ্রামে প্রতিপক্ষের কোদালের কোপে ইমন নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুল হাই’র ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সাতাউক গ্রামের আব্দুল হাই ও আক্কাছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার এর জেরে সংঘর্ষ হয়। শুক্রবার দুপুরে আব্দুল হাইর শিশুপুত্র ইমন অন্য শিশুদের সঙ্গে খেলতে গেলে আক্কাছ তাকে কোদাল দিয়ে কোপ দেন। এতে ইমন গুরুতর আহত হলে প্রথমে তাকে লাখাই স্বাস্থ্য কেন্দ্রে পরে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিবিৎসক সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথে শুক্রবার রাত ১২টার দিকে মারা যায় ইমন। বগুড়া : ধুনটে বিপ্লব চন্দ্রশীল নামে এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার এলাংগী হিন্দুপাড়া গ্রামের দিপু চন্দ্রশীলের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ির পাশে খালের কিনারা থেকে বিপ্লবের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিপু চন্দ্রশীল জানান, তার ছেলে এলাংগী বাজারে নরসুন্দরের কাজ করতো। শুক্রবার রাত ৭টায় বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। ফরিদপুর : শহরতলির কমলাপুরের পুলিশ লাইন হাসপাতালের সামনে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পলিথিনে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
শিরোনাম
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা