মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঋণ পেতে ভোগান্তির অভিযোগ প্রকৌশল শিল্প মালিকদের

কুমিল্লা প্রতিনিধি

ব্যাংক ঋণ পেতে ভোগান্তির অভিযোগ করেছেন কুমিল্লাসহ পাঁচ জেলার হালকা প্রকৌশল শিল্প মালিকরা। তারা শিল্পটিকে বাঁচিয়ে রাখতে কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি স্বল্প সুদে ভোগান্তিমুক্ত ঋণ ব্যবস্থার আবেদন জানান। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে গতকাল বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে হালকা প্রকৌশল শিল্প মালিকদের সম্পৃক্তকরণ কর্মশালায় মালিকরা এ অভিযোগ করেন। এ সময় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও চাঁদপুর জেলার মালিকরা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বিভাগের উপ-মহাব্যবস্থাপক স. ম. সেলিম উদ্দীন সবুজ। সভাপতিত্ব করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার প্রকৌশলী সোহেল রানা।

সর্বশেষ খবর