শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বকেয়া ভাতা পাচ্ছেন ৬৪৫৬ মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবশেষে প্রায় চার বছর পর বরিশালের ভাতাভুক্ত ছয় হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধা তাদের একমাসের বকেয়া ভাতা পাচ্ছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ওই মুক্তিযোদ্ধাদের একমাসের ভাতা বাবদ ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী জানান, ২০১৫ সালের জুন মাসে নতুন ভাতার তালিকাভুক্ত ২৪০ জন মুক্তিযোদ্ধাকে অর্থ বরাদ্দের আগেই মন্ত্রণালয়ের নির্দেশে ৯ মাসের ভাতা দেওয়ায় আগের তালিকাভুক্ত ছয় হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার একমাসের ভাতা (জুন-২০১৫) বকেয়া পড়েছিল। বিষয়টি নিয়ে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। অনেকেই মনে করছিলেন ওই এক মাসের ভাতা প্রশাসনের সহায়তায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর নেতৃবৃন্দ আত্মসাত করেছেন। যা আদৌ সঠিক ছিল না।

জেলা প্রশাসক জানান, গত ২৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রাণালয়ের উপসচিব (বাজেট) মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক পত্রে বরিশালের ছয় হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার ২০১৫ সালের জুন মাসের বকেয়া ভাতার টাকা বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে। ওই পত্র মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেসুর রহমানের হাতে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ১৫ সালে ছয় হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার জুন মাসের ভাতা বকেয়া পড়লেও বিষয়টি এতদিন সঠিকভাবে মন্ত্রণালয়ে উপস্থাপন করতে না পারায় বরাদ্দ পেতে দেরি হয়েছে। তিনি বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফুর রহমান। তিনি একসময় বরিশালের জেলা প্রশাসক ছিলেন। বরিশালের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ২০১৫ সালের জুন মাসের ভাতা পাননি এ বিষয়টি তাকে চিঠি দিয়ে এবং টেলিফোনে ব্যাখা করে বোঝানোর পর সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।

ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বকেয়া এক মাসের ভাতা পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসক অজিয়ার রহমানকে অভিনন্দন জানিয়েছেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর