ড্রেনের পানি আর বৃষ্টির পানিতে একাকার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় এবং ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। কমছে শিক্ষার্থী উপস্থিতি। জানা যায়, বর্ষা মৌসুম ছাড়াও যে কোনো সময় সামান্য বৃষ্টি হলেই স্কুল দুটির মাঠ তলিয়ে যায়। পানি নিষ্কাশনে একটি ড্রেন করা হলেও তা কাজে আসেনি। শিক্ষকরা জানান, এ সমস্যা সমাধানে প্রয়োজন স্কুলের দক্ষিণ দিক দিয়ে আরেকটা ড্রেন ও মাঠটি আরেকটু উঁচু করা। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও জানান তারা। গত সোমবার দুপুরে বৃষ্টিতে স্কুল দুটির ক্যাম্পাস তলিয়ে যায়। বিদ্যালয় মাঠে জমে হাঁটু পানি। ময়লা পানি শ্রেণিকক্ষে ঢোকায় এদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে ভিজে ভিজে। অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। জলাবদ্ধতার কারণে একই দুটি স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী এ দুর্ভোগ পোহাচ্ছেন। প্রাথমিকের মারুফ হাসান মুনসহ কয়েক শিক্ষার্থী জানান, বৃষ্টির সময় বিদ্যালয়ে আসতে পারি না। মাঠে খেলাধুলা করতে পারি না। পাঠদান কখনো পানির মধ্যে করতে হয়। জলাবদ্ধতার কারণে মাঠে চলাফেরা করা যায় না। ময়লার দুর্গন্ধ আর পোকামাকড়ের ভয়ে বিদ্যালয়ে পড়াশোনায় মন বসে না। এ পানিতে চুলকানি হয়। ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আলী জানান, বর্ষা এলেই শিশুরা দুর্ভোগের শিকার হয়। এ সময় অভিভাবকরাও শিশুদের স্কুলে পাঠাতে চান না। বারবার সংশ্লিষ্টদের জানানো হলেও তারা শুধু আশ্বাস দেয়। সমস্যার সমাধান হয় না।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
বৃষ্টি আর ড্রেনের পানিতে একাকার দুটি স্কুল মাঠ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর