বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

টঙ্গী-কালিগঞ্জ সড়কে তীব্র যানজট

আফজাল, টঙ্গী

টঙ্গী-কালিগঞ্জ সড়কে গত রাতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হন ঘরমুখো মানুষ।

যানজটের মূল কারণ হলো টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্টেশনরোডে এলাকায় জলাবদ্ধতা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় সময়ই স্টেশনরোড এলাকায় এক হাঁটু পানি জমে থাকে। এতে দুর্ভোগের শিকার হন পথযাত্রী ও সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত দুইদিন ধরে ড্রেনের পানি সড়কে উঠায় স্টেশনরোড এলাকা দিয়ে মানুষের চলাচলে বিঘœ ঘটছে। সব পরিবহন স্টেশনরোড এসে থেমে যায়। যে কারণে যানজট দেখা দিয়েছে। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) থোয়াই অংপ্রু মারমা বলেন, যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সবাই বাড়ি ছুটছে। এতে মানুষের চাপ পড়েছে। তবে স্টেশনরোড এলাকায় থানা কার্যালয় ও হাসপাতাল গেট এলাকায় গত দুই দিন ধরে এক হাঁটু পানি। যার ফলে নরসিংদী ও সিলেটগামী বাস স্টেশনরোডে এসে থেমে যায়। পরে আস্তে আস্তে যানজট লেগে যায়।

সর্বশেষ খবর